May 14, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

খুন-ধর্ষণের সাজা কেন ? মহিলা বিচারপতিদের বাড়ি-বাড়ি খুঁজছে খুনিরা

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 
কাবুলের মসনদে বসেই হাজার হাজার খুনি-অপরাধীদের জেল থেকে মুক্তি দিয়েছে তালিবান। তার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছেন আফগানিস্তানের মহিলা বিচারপতিরা। ‘ইউরোউইকলি’-র রিপোর্ট বলছে, তালিবান ক্ষমতায় আসার পর এখনও পর্যন্ত আফগানিস্তানে ২২০ জনের বেশি মহিলা বিচারপতি ঘরছাড়া। এই বিচারপতিদের অধিকাংশই মহিলাদের অধিকার নিয়ে সরব ছিলেন। প্রাণের ভয়ে এখন তাঁরা গা ঢাকা দিতে বাধ্য হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক আফগানিস্তানের এক প্রাক্তন বিচারপতি ব্রিটেনের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, খুন, অত্যাচার, ধর্ষণে অভিযুক্ত অনেককেই সাজা দিয়েছিলেন তিনি। তারা এখন জেল থেকে বেরিয়ে ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছে। তাঁর কথায়, ‘‘হঠাৎ-ই এক মধ্যরাতে জানতে পারি, বন্দিদের মুক্তি দিচ্ছে তালিবান। খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘরবাড়ি ছেড়ে আমরা পালাতে হয়েছে আমাদের। বোরখা পরে শহর ছাড়তে হয়েছে। তার পর প্রতিবেশীদের থেকে জানতে পারি, আমার খোঁজ করতে করতে বাড়িতে চলে এসেছিল তালিবরা।

Related Posts

Leave a Reply