May 15, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ব্যবস্থা থাকা সত্ত্বেও বুনো হাতির গলায় জিপিএস কলারেরর কাজ থমকে

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

ব্যবস্থা থাকা সত্ত্বেও বুনো হাতির গলায় জিপিএস কলারেরর কাজ থমকে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের বনাঞ্চলে হাতির জন্য দুটি রেডিও কলার ১৮ মাস ধরে রাজ্য বন বিভাগের কাছে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। ওই জিপিএস কলার  হাতির পালের অবস্থান এবং গতিবিধি ট্র্যাক করার কাজে লাগানোর কথা।গত কয়েক বছর ধরে উত্তরবঙ্গের হাতিদের কলার দিয়ে ট্যাগ করা হয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে ব্যবস্থা থাকা সত্ত্বেও তা করা হয়নি বলে অভিযোগ। ফলে হাতির মৃত্যু ও লোকালয়ে তাণ্ডবের আশঙ্কা থেকেই যাচ্ছে।

উত্তরের বনাঞ্চলে পালের মা হাতির গলায় কলার লাগানো হয়েছে। যাতে পুরো পালের গতিবিধির ওপর নজর রাখা যায়। দক্ষিণবঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের বন এবং আশেপাশের অঞ্চলগুলির দলছুট পুরুষ হাতির তাণ্ডব বেশি।  তাই সেখানে  ব্যবস্থা। কিন্তু দক্ষিণবঙ্গ এখনও দেয় তলানিতে দাঁড়িয়ে।

Related Posts

Leave a Reply