May 14, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

বঙ্গ : এবার কয়লা কাণ্ডে হাজিরার ডাক জিতেন্দ্র তিওয়ারিকে 

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
য়লা পাচার কাণ্ডে এবার আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে তলব করল সিআইডি। আগামীকাল, অর্থাৎ শুক্রবার ভবানীভবনে তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছে রাজ্য গোয়েন্দা সংস্থা। সূত্রে খবর, আসানসোল লাগোয়া বিভিন্ন অঞ্চলে কয়লা পাচারের (Coal Scam) অভিযোগ আসছে। এই ভিত্তিতে এর আগে অনেককে গ্রেফতারও করা হয়েছে। সেই সূত্র ধরেই এবার বিজেপি নেতাকে তলব করল সিআইডি।

কয়লা পাচার মামলায় আসানসোল এলাকা থেকে বেশ কয়েকজন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এমনকি ২০১৯-২০২১ পর্যন্ত খনি এলাকার দায়িত্বে থাকা কিছু কর্মী আধিকারিককে জেরা করা হয়।

সিআইডি সূত্রে খবর, এইসব আধিকারিক ও কর্মীদের জিজ্ঞাসাবাদ করেই উঠে এসেছে কিছু চাঞ্চল্যকর তথ্য। আরও খবর সেখানে নাম ওঠে আসানসোলের প্রাক্তন মেয়রের। সেই তথ্যের ভিত্তিতেই জিতেন্দ্রকে ডেকে পাঠানো হয়েছে বলে খবর।

সূত্রের আরও খবর, আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র ছাড়াও আসানসোল জেলা বিভাগীয় ইনচার্জ বিদ্যাসাগর চক্রবর্তী, আসানসোলের বিজেপি নেতা সুব্রত মিশ্র, বাঁকুড়া জেলার প্রাক্তন বিজেপি সভাপতি বিবেকানন্দ পাত্রকেও সিআইডির তরফে নোটিস পাঠানো হয়েছে।

যদিও এই ব্যাপারে বিজেপি নেতার তরফে কিছু জানা না গেলেও জিতেন্দ্র ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, তাঁর কাছে এখনও তলব সংক্রান্ত চিঠি এসেছে কিনা নিশ্চিত নয়। তবে চিঠি এলেও তিনি হাজিরা দেবেন কিনা তা নিয়ে প্রশ্ন থাকছেই? ঘনিষ্ঠ মহলের দাবি, দলীয় কর্মসূচি থাকায় তিনি আগামীকাল নাও যেতে পারেন ভবানী ভবন।

Related Posts

Leave a Reply