May 11, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

‘দেবগৌড়া হলে টিকবেন মাত্র ৪-৫ মাস’, নীতীশকে জবাব রবিশঙ্করের 

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
বিজেপিকে ১০০-র নীচে নামানোর জবাবে নীতিশ কুমারকে দেবগৌড়া, আইকে গুজরাল হওয়ার দৌড়ে না থাকার পরামর্শ দিলেন বিজেপি নেতা রবিশঙ্কর। তিনি বলেন,  জানেন তো তাঁরা মাত্র ৫-৬ মাস টিকেছিল!’

উল্লেখ্য, সিপিআইএমএল লিবারেশনের মঞ্চে দাঁড়িয়ে নীতিশ বলেছিলেন, কংগ্রেস-সহ বিরোধীরা এক ছাতার তলায় এলে লোকসভা ভোটে বিজেপির আসন ১০০-র নীচে নেমে যাবে। তার পাল্টা রবিশঙ্কর প্রসাদ কটাক্ষ করে বললেন, ‘‘দিবাস্বপ্ন দেখায় তো কোনও ভুল নেই!’’

তেজস্বী যাদব, সলমন খুরশিদকে পাশে বসিয়ে পটনায় নীতীশ বিজেপি বধের ‘ফর্মুলা’ বাতলে দিয়েছিলেন। তাঁর পরামর্শ ছিল, কংগ্রেস-সহ সমস্ত বিজেপি বিরোধী শক্তি এক ছাতার তলায় চলে এলে আগামী লোকসভা ভোটে বিজেপি ১০০-র নীচে নেমে যাবে। এ বার তা নিয়েই পাল্টা কটাক্ষ করল বিজেপি।

প্রসাদ বলেন, ‘‘নীতীশ কুমার হোন বা অন্য কেউ, তাঁরা বুঝতেই পারছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত দ্রুতগতিতে উন্নয়নের এক্সপ্রেসওয়ে ধরে ছুটে যাচ্ছে। ভারত এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি। আমেরিকা, ফ্রান্সের প্রেসিডেন্ট, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ভারতের ভূয়সী প্রশংসা করছেন। কারণ, এয়ার ইন্ডিয়ার বিমান কেনার চুক্তির জেরে তাঁদের দেশে বিপুল কর্মসংস্থান তৈরি হবে। দেশ অনেকটা বদলে গিয়েছে।’’ তার পরেই সরাসরি নীতীশকে কটাক্ষ করে প্রসাদ বলেন, ‘‘নীতীশ কুমারের ভারতের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন কখনওই পূরণ হবে না। কারণ ভারতবাসী নরেন্দ্র মোদি ও তাঁর নেতৃত্বে ভরসা রাখেন।’’ বিরোধীরা এক জোট হলে বিজেপি ১০০-র কম আসনে জয়লাভ করবে বলে নীতীশ যে মন্তব্য করেছেন তা নিয়ে রবিশঙ্কর বলেন, ‘‘দিবাস্বপ্ন দেখায় তো কোনও ভুল নেই!’’

Related Posts

Leave a Reply