May 15, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

গোরক্ষপুরের দেবশিশু ও এক নির্বাচন

[kodex_post_like_buttons]

ময়ূখ রঞ্জন ঘোষ

এটা উত্তরপ্রদেশের গোরক্ষপুরের ছবি। এখানে এরকম ৪২ জন দুধের শিশু মারা গেছিল সরকারি হাসপাতালে অক্সিজেনের নল খুলে নেওয়ায়। টাকা বাকি ছিল অক্সিজেন সিলিন্ডারের। স্বাস্থ্য দপ্তর ঠিক সময় টাকা ছাড়েনি। 

গোরক্ষপুর ভারতের সবচেয়ে বৃহৎ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের লোকসভা কেন্দ্র ছিল। পাঁঁচবারের সাংসদ ছিলেন গোরক্ষনাথ মঠের ধার্মিক মহন্ত।

গোরক্ষপুরে আজ লোকসভা উপনির্বাচন ছিল। ১৯৮৯ পর থেকে গো-বলয়ের এই কেন্দ্রে বিজেপি বিপুল ভোটে জিতে আসছে। আজ ২১,৯৬১ ভোটে বিজেপি হেরেছে।

এমন এক সময় যখন “আচ্ছে দিন” প্রায় এসে গেছে। রামমন্দির প্রায় হয়ে গেছে, আধার, ডিজিটাল ভারত সব দারিদ্র মুছে দিয়েছে, সীমান্তে জওয়ান মরছে, দেশের মানুষ খুশীতে গান গাইছে ” মেরা দেশ বদল রহা হে”।

গোরক্ষপুরে এবার ও রাম মন্দির বড় এজেন্ডা ছিল, রাম দেবতা আমাদের। গোরক্ষনাথ ও। গোরক্ষপুর হাসপাতালের ৪২ জন ও কিন্তু ওদের মামা,বাবার জন্য দেব-শিশু ছিল।

ভোটাররা আপাতত দেবতা কে ছেড়ে দেবশিশুদের মৃত্যুর বদলা নিল। শ্রীরাম জেতেন নি। শ্রীরাম ওই ফুটফুটে শিশুদের হারিয়ে দিয়ে জিততে চান নি।

ভগবান সব দেখে। ব্যালট বাক্স ও।

Related Posts

Leave a Reply