September 23, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

প্রসাদে ভেজাল এবার মথুরা-বৃন্দাবনেরও! চলছে নমুনা সংগ্রহ

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 
মাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদব সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন বৃন্দাবনের প্রসাদের গুণগত মান নিয়ে। তাঁর সন্দেহ, বৃন্দাবনের প্যাঁড়ায় সঠিক গুণমানের খোয়া ব্যবহার করা হচ্ছে না। এর জন্য উত্তরপ্রদেশের বিজেপি সরকারকেই এক প্রকার কাঠগড়ায় তুলেছেন তিনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে বিষয়টির উপর নজর দেন, সেই দাবিও জানিয়েছেন এসপি সাংসদ।
তিরুপতি মন্দিরের প্রসাদ বিতর্কে সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিচ্ছিলেন ডিম্পল। সেই সময়েই বৃন্দাবনের প্রসাদের মান নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। এমন অবস্থায় সব মন্দিরের প্রসাদ যাচাই করা প্রয়োজন রয়েছে বলেও মনে করছেন এসপি সাংসদ। উল্লেখ্য, বৃন্দাবনের প্রসাদী প্যাঁড়া নিয়ে এর আগেও স্থানীয় স্তরে একাধিক বার প্রশ্ন উঠেছে। অভিযোগ উঠেছে প্যাঁড়া বানানোর সময় ভেজাল খোয়া ব্যবহার করার। এ বার তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডু বিতর্কের মাঝে আবারও বৃন্দাবনের প্রসাদ নিয়ে প্রশ্ন উস্কে দিলেন ডিম্পল।
যদিও এই বিতর্কের আবহে ইতিমধ্যে পদক্ষেপ করেছে উত্তরপ্রদেশের প্রশাসন। সে রাজ্যের বিভিন্ন মন্দিরের প্রসাদের মান যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে।

Related Posts

Leave a Reply