January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular

ঘরে জীবাণুনাশক ব্যবহারে শিশুর ওজনের সর্বনাশ !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

রবাড়ি পরিচ্ছন্ন রাখতে অনেকে জীবাণুনাশক এবং ডিটারজেন্ট ব্যবহার করেন৷কিন্তু এই কারণে আপনার শিশুর স্থূলতার ঝুঁকি বেড়ে যেতে পারে। সম্প্রতি এক সমীক্ষা প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

ওই গবেষণার ফল বলছে, যাদের বাড়িতে নবজাতক শিশু আছে, তাদের এসব ব্যবহারে সতর্ক হওয়া প্রয়োজন৷

৭৫৭ জন নবজাতকের উপর পরিচালিত গবেষণাটি ‘কানাডিয়ান মেডিকেল এসোসিয়েশন জার্নাল (সিএমএজে)-এ প্রকাশিত হয়েছে৷ ওই নবজাতকদের বয়স তিন থেকে চার মাসের মধ্যে ছিল৷

গবেষকরা বলছেন, যে নবজাতকদের বাড়িতে নিয়মিতভাবে জীবাণুনাশক আর ডিটারজেন্ট ব্যবহৃত হয় তাদের (নবজাতক) শরীরের অন্ত্রে (গাট) থাকা ব্যাকটেরিয়ায় পরিবর্তন আসতে পারে৷ ফলে তাদের বয়স যখন তিন হবে তখন তাদের স্থূল হওয়ার সম্ভাবনা থাকে৷

উল্লেখ্য, মানুষের অন্ত্রে প্রায় ৩০০ থেকে ৫০০ ধরণের ব্যাকটেরিয়া থাকে৷

Related Posts

Leave a Reply