April 27, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

এক মিনিটেই জানুন মোবাইল আসল না নকল, কিভাবে…

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 

নিজের পছন্দের মোবাইল সেটটি কেনার সময় মনে একটু খুঁতখুঁতি থেকে যায় যে, এটি আসল না নকল।  এজন্য অনেকে কাছের মানুষকে সঙ্গে নিয়ে যান।  আবার অনেকে পরিচিত মোবাইল মেকারদের সরণাপন্নও হয়ে থাকেন।

বিক্রেতা যে মোবাইল ফোনটি আসল বলে বিক্রি করছে সেটা আসল না নকল বোঝা বড় দায় হলেও এখন একেবারেই সহজ।  ফোনের গুণগত মান কিংবা ফোনটি আসল কি না তা নিয়ে আর সন্দেহের অবকাশ থাকছে না।

এক মিনিটেই আপনি যাচাই করতে পারবেন ফোনটি আসল না নকল। ভাবছেন কীভাবে? আমার-আপনার সবারাই জানা, কিন্তু আসল সময়ে বিষয়টি নজরে আসে না।

যা হোক, এক মিনিটেই দেখে নিন আপনার সখের ফোনসেট অর্জিনাল নাকি নকল? আপনের IMEI number দিয়েই সহজেই মোবাইলের যাবতীয় তথ্য বের করা যাবে।

যদি ফোনের সব তথ্য বের হয় তা হলে সেটা হবে অর্জিন্যাল ফোন।  আর আজেবাজে কিছু আসলে ধরে নিতে হবে ফোনের মধ্যে সমস্যা রয়েছে।

প্রথমে ফোনের *#06# চাপুন।  দেখবেন ১৫ টি সংখার imei নম্বর আসছে। সেটা ভালো করে যাচাই করে নিন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ফোনটি আপনি কিনলেন সেটা আসল না নকল।

Related Posts

Leave a Reply