April 30, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

প্রিয়াঙ্কা-রাহুল থেকে বাঘ-গন্ডার বেশি কাজের, এই নেতার কটাক্ষ  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

সোমবার অসমের জোরহাটে কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারে দেখা যায় কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধিকে৷ আর এরপরই তাদের দিকে ধেয়ে এল বিজেপি নেতা তথা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কটাক্ষ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দুই কংগ্রেস নেতাকে ব্যক্তিগত আক্রমণ করে হিমন্তের কটাক্ষ, ‘কাজিরাঙার বাঘ, গণ্ডার দেখবে মানুষ, ‘অমুল বেবি’ রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধিকে কেন দেখবে?
গত সোমবার জোরহাটে দলীয় সাংসদ গৌরব গগৈয়ের হয়ে প্রচার সারেন রাহুল-প্রিয়াঙ্কা৷ এই বিষয়ে সাংবাদিকরা হিমন্তের প্রতিক্রিয়া জানতে চাইলে অসমের মুখ্যমন্ত্রী বলেন, ‘খুব গুরুত্বপূর্ণ কিছু নয়, আমি যতদূর জানি সেখানে ২,০০০-৩,০০০ লোক উপস্থিত ছিল৷’ এর পরেই হিমন্ত বলেন, ‘কে রাহুল-প্রিয়াঙ্কাকে দেখতে আসবে! লোকে পরিবর্তে বাঘ এবং গণ্ডার দেখতে কাজিরাঙায় যাবে৷ যা তাঁদের জন্য সময়ের সঠিক ব্যবহার হবে৷” এর পরেই রাহুল ও প্রিয়াঙ্কাকে ‘আমুল বেবি’ ভাইবোন বলে খোঁচা দেন হিমন্ত৷ বলেন, “ওঁরা শুধুমাত্র আমুলের প্রচারের জন্য উপযুক্ত৷ ওরা হচ্ছে ‘আমুল বেবি’৷ ওঁদের দেখার চেয়ে গণ্ডার দেখতে যান, বেশি লাভজনক হবে৷’

সোমবার বোহাগ বিহু উদযাপন করেছে অসম৷ প্রিয়াঙ্কা গান্ধি জোরহাট লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী গৌরব গগৈয়ের সমর্থনে প্রচার করেন৷ পরে সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, ‘যে সরকার আপনার সংস্কৃতি ও ঐতিহ্যের উপর বারবার আঘাত করছে, তাদের সরানোর সময় হয়েছে৷ সেই সরকারকে আনার সময় হয়েছে এখন, যারা আপনার সংস্কৃতিকে রক্ষা করবে, আপনার সন্তানদের কর্মসংস্থান দেবে এবং নারী, উপজাতি, দলিত, অনগ্রসর শ্রেণি এবং সংখ্যালঘুদের ক্ষমতায়নে কাজ করবে৷”   

Related Posts

Leave a Reply