May 7, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি রোজনামচা

বিশ্বের সর্ববৃহৎ স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের ঘোষণা করলো ভারত সরকার 

[kodex_post_like_buttons]

নিজস্ব প্রতিবেদন:

বিশ্বের সবচেয়ে বড় স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প ঘোষণা করল মোদী সরকার। ২০১৮-১৯ অর্থবর্ষের বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী অরুণ জেটলি জানালেন, জাতীয় স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের আওতায় এবার সুবিধা পাবে ১০ কোটি পরিবার। চিকিত্সার জন্য হাসপাতালে ভর্তি হলে বছরে ৫ লক্ষ টাকা করে পাবে প্রতিটি পরিবার।

এই প্রকল্পে মোট ৫০ কোটি মানুষ অর্থাত্ দেশের মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ উপকৃত হবেন বলে আশা প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, এর আগে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্পে ৩০ হাজার টাকা অর্থ সাহায্য পাওয়া যেত। সেদিক থেকে এবারের এই ঘোষণা অনেকটাই স্বস্তি বাড়াবে দেশের দরিদ্র জনসমষ্টিকে।

প্রসঙ্গত, এই বছরের অর্থনৈতিক সমীক্ষায় উঠে এসেছিল স্বাস্থ্য খাতে আমজনতার বিপুল খরচের ছবি। জানা যায়, বেসরকারি স্বাস্থ্য ক্ষেত্রে চিকিত্সার জন্য একবার হসপিটালে ভর্তি হলে অন্তত ২৬ হাজার টাকা খরচ হয়ে থাকে। এই পরিসংখ্যান থেকেই যে সরকার আম জনতার স্বাস্থ্য ক্ষেত্রে ব্যায়ের বিষয়ে ‘অধিক সচেতন’ হয়েছে, সে কথা জানিয়েছেন জেটলি।

 

Related Posts

Leave a Reply