May 15, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

মনোনয়ন জামার শুরুতেই রাজ্য জুড়ে শাসক সন্ত্রাসের অভিযোগ  

[kodex_post_like_buttons]

 

নিউজ ডেস্কঃ

মনোনয়ন জমার আজ সবে দ্বিতীয় দিন। রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেবার আজ ছিল দ্বিতীয় দিন। এদিন রাজ্যের বিভিন্য জায়গায় বিরোধীদের মনোনয়ন জমা দিতে রাজ্যের শাসক দল তৃণমূল প্রবল ভাবে বাধা দেয়বলে অভিযোগ। কোথাও বিজেপি জেলা সভাপতিকে ছুরি মারা হয়, কোথাও বা বাঁশ পেটাকরে আরেক সভাপতিকে এলাকাছাড়া করে তৃণমূলের লোকজন। বীরভূম, মুর্শিদাবাদ, বলাগড়, জিয়াগঞ্জ সহ বিভিন্য জায়গায় দেখা যায় একই ছবি।

গতকাল বীরভূম জেলার বিভিন্য স্থানে বিজেপি প্রাথীরা মনোনয়ন জমা দিতে গেলে তৃণমূলের লোকজন হয় তাদের মারধর করে তাড়িয়ে দিয়ে নয় মনোনয়ন ছিড়ে দেয় । মঙ্গলবার অর্থাৎ আজ, বীরভূমের বিজেপি জেলা সভাপতি কালুসোনা মন্ডল জেলাশাসকের কাছে একটি স্মারকলিপি জমা দিয়ে যখন বেরিয়ে আসেন তখনি তার ওপর চড়াও হয় তৃণমূলের কর্মীরা। অভিযোগ, তাকে পেছন থেকে ছুরি দিয়ে কোপানো হয়। কোনোরকমে প্রাণ বাঁচিয়ে এসপি অফিসে আশ্রয় নেন তিনি।

একই ছবি দেখা যায় মুর্শিদাবাদেও। মনোনয়ন জমা দিতে গেলে সেখানকার বিজেপি জেলা সভাপতিকেও রীতিমতো বাঁশপেটা করে এলাকা ছাড়তে বাধ্য করা হয়। যদিও সমস্ত অভিযোগই অস্বীকার করেছে তৃণমূল।

Related Posts

Leave a Reply