May 15, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন রোজনামচা

বাংলাদেশ পারে, কলকাতা পারলো কোথায় ? আজ সুচিত্রা সেনের ৮৭ তম জন্মবার্ষিকী 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সহ নানান আয়োজনে বাংলাদেশের পাবনায় উদযাপিত হচ্ছে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি ও পাবনার মেয়ে মহানায়িকা সুচিত্রা সেনের ৮৭ তম জন্মবার্ষিকী। জেলা প্রশাসন, সুচিত্রা সেন চলচ্চিত্র সংসদসহ বিভিন্ন সংগঠন এই উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে। অথচ অবলীলায় ভুলে থাকে বাংলা তথা কলকাতা।

শুক্রবার সকালে পাবনা জেলা প্রশাসনের আয়োজনে, জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয় শোভাযাত্রা। শহরের প্রধান সড়ক ঘুরে সুচিত্রা সেনের স্কুল সরকারি বালিকা বিদ্যাল্যয়ে শিক্ষার্থীদের সাথে নিয়ে কেক কাটেন জেলা প্রশাসক। বিকেলের অনুষ্ঠানে রয়েছে আলোচনা সভা ও সুচিত্রা সেনের চলচ্চিত্র প্রদর্শনী।

প্রসঙ্গত, বাংলা চলচ্চিত্রের অসংখ্য জনপ্রিয় ছবি উপহার দেওয়া কালজয়ী এই মহানায়িকা ১৯৩১ সালের ৬ এপ্রিল পাবনায় তার দাদুর বাড়িতে জন্মগ্রহণ করেন। পাবনা পৌর এলাকার গোপালপুরের হেমসাগর লেনের বাড়িতে তার শৈশব ও কৈশোর কাটে। ১৯৪৭ সালে দেশ ভাগের সময় পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রী থাকাকালীন সুচিত্রা সেন সপরিবারে ভারতে চলে আসেন। ২০১৪ সালের ১৭ জানুয়ারি বেলভিউ নার্সিংহোমে তিনি মারা যান।

 

Related Posts

Leave a Reply