May 11, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular রোজনামচা সফর

এই গ্রামে কেবল মৃতরাই বাস করে, এখানে রাত কাটিয়ে জীবিত ফেরা যায় না ! 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

রাশিয়ায় উত্তর ওশেটিয়ার একটি নির্জন এলাকায় ডারগাভস নামে একটি গ্রাম রয়েছে।কথিত আছে ওই গ্রামে একবার গেলে, যেখান থেকে কেউ জীবিত ফিরে আসে না। লোকে গ্রামটিকে মৃতদের শহর বলে ডাকে। গ্রামটিকে ঘিরে রয়েছে পাঁচটি খাড়া পাহাড়। আর গ্রামের ঘরগুলো সব পাহাড়ি পাথরে তৈরি করা হয়েছে।

গ্রামটি দেখতে খুবই সুন্দর। কিন্তু কেউ এই গ্রামে যেতে সাহস পান না। কারণ সেখানে শুধু মৃতদেহরাই বাস করে। বিশ্বাস করা হয় যে স্থানীয় মানুষরা ওই গ্রামের ঘরগুলোতে তাদের আত্মীয়-স্বজনদের মৃতদেহগুলো রেখে আসেন। পাহাড়ি এই গ্রামে এমন অসংখ্য বাড়ি আছে যেগুলোতে ভূগর্ভস্থ ঘরও আছে। এটি আসলে বিশাল এক গোরস্থান। এই ভবনগুলোর প্রতিটি তলায় মৃতদেহ কবর দেওয়া হয়। গ্রামটিতে প্রায় ৯৯টি বড়ো আকারের বাড়ি আছে। আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে ১৬ শতক থেকেই এই ভবনগুলোতে মৃতদেহ কবর দেওয়া হয়।

স্থানীয়দের বিশ্বাস যারা একা একা এই ভবনে যায় তারা আর কখনো জীবিত ফিরে আসে না। আর এ কারণেই এই গ্রামে কখনো কোনো পর্যটকও যাননি। এ ছাড়া পাহাড়ি এলাকা হওয়ার কারণে এখানকার আবহাওয়া ক্ষণেক্ষণেই বদলে যায়। যা ভ্রমনার্থীদের জন্য উপযোগী নয়।

 

Related Posts

Leave a Reply