April 30, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

প্রেসিডেন্টকে বাগে আনতে আসরে আদালত: মাস্ক না পড়লেই জরিমানার নির্দেশ !  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ব্রাজিলের প্রেসিডেন্টকে বাধ্যতামূলকভাবে মাস্ক পড়ার নির্দেশ দিলো সেদেশের আদালত। অন্যথায় জরিমানার হুমকি। ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় প্রায়শই মাস্ক ছাড়া ঘুরতে দেখা যায় সেদেশের প্রেসিডেন্টকে। করোনা রুখতে নানান বিধি নিষেধের প্রবল বিরোধী তিনি। যে কারণে ইতিমধ্যেই করোনা সময়কালে দু দুবার দেশের স্বাস্থমন্ত্রীকে সরিয়ে দিয়েছেন এই প্রেসিডেন্ট।

এদিকে দিনের পর দিন করোনা ভাইরাস ভয়াবহ রূপ নিচ্ছে ব্রাজিলে। আক্রান্ত এবং মৃতের নিরিখে আমেরিকার পরেই তাদের স্থান। বিশ্বে দ্বিতীয়। এই অবস্থায় প্রেসিডেন্টকে বাগে আনতে হস্তক্ষেপ করতে হলো সেদেশের আদালতকে।ব্রাজিলের ফেডারেল কোর্টের বিচারক গত সোমবার জানান, মাস্ক ছাড়া বাইরে বের হলে প্রেসিডেন্ট বোলসোনারোকেও সাধারণ জনগণের মতন জরিমানা দিতে হবে। অন্যথায় ২ হাজার ব্রাজিলিয়ান রিয়াল জরিমানা করা হবে। প্রসঙ্গত গত এপ্রিল মাস থেকেই ব্রাজিলে মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে।

Related Posts

Leave a Reply