May 21, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

নেইমারকে ছাড়াই ফ্রেঞ্চ লিগের শিরোপা জিতে নিল পিএসজি, ৭-১ গোলে চূর্ণ প্রতিপক্ষ মোনাকো !

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

ব্রাজিলীয় ফুটবল তারকা নেইমারকে ছাড়াই ফ্রেঞ্চ লিগের শিরোপা জিতে নিল পিএসজি। ঘরের মাঠে মোনাকোকে নাস্তানবুদ করেছে কাভানিরা। ৭-১ গোলের বিশাল জয় পেয়েছে পিএসজি। আর এই জয়ের ফলে ৫ ম্যাচ বাকি থাকতেই ফ্রেঞ্চ লিগের শিরোপা ঘরে তুলে নিল প্যারিস সেইন্ট জার্মেইন। এর ফলে এক মরশুমের পর আবারও ফ্রেঞ্চ লিগের শিরোপা ঘরে তুললো তারা। শেষ ছয় মরশুমের মধ্যে ৫ টিতেই চ্যাম্পিয়ন প্যারিসের এই দলটি।

মোনাকোর বিপক্ষে ম্যাচের ১৪ মিনিটেই লো সেলসোর গোলে এগিয়ে যায় পিএসজি। ডি বক্সের ডান পাশ থেকে দানি আলভেজের বাড়ানো বলে পা ছুইয়ে সেটিকে গোল রূপান্তর করেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার। ১৭ মিনিটে আবারও পিএসজির গোল। এবার গোলদাতার তালিকায় নাম লেখান উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানি। লিগে এটি পিএসজির ১০০তম গোল। এই গোলের ফলে ইব্রাহিমোভিচের পিএসজির হয়ে লিগে করা ১১৩ গোলের মাইলফককে স্পর্শ করলেন তিনি।

কাভানির গোলের তিন মিনিট পরেই ৩-০ গোলে এগিয়ে যায় পিএসজি। কাভানির কাছ থেকে বল পেয়ে গোলকিপারের মাথার উপর দিয়ে আলতো করে ট্যাপ ইনে গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড ডি মারিয়া। ২৭ মিনিটে পিএসজির হয়ে চতুর্থ এবং নিজের ২য় গোল করেন লো সেলসো। ৪-০ গোলে পিছিয়ে পরেও মনোবল হারায় নি মোনাকো। ৩৮ মিনিটে রনি লোপেজের সহায়তায় এক গোল শোধ দেয় তারা।

বিরতি থেকে ফিরেও চলে পিএসজির আক্রমণ। ৫৮ মিনিটে পাস্তোরের সহায়তায় ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন ডি মারিয়া। ৫-১ গোলে এগিয়ে থেকেও বল দখলে মোনাকোর থেকে যোজন যোজন এগিয়ে থাকে পিএসজি। ৭৬ মিনিটে আবারো এগিয়ে যায় নেইমারের দল। এবার মোনাকোর স্ট্রাইকার ফ্যালকাও নিজেদের জালেই বল পাঠান। আত্মঘাতী গোলের সুবাদে ৬-১ গোলে এগিয়ে যায় পিএসজি।

ম্যাচের ৮৬ মিনিটে ড্রাক্সলারের গোলে ৭-১ গোলের বড় জয় নিয়ে চ্যাম্পিয়ন হয়েই মাঠ ছাড়ে পিএসজি। সপ্তম শিরোপা জয়ের মৌসুমে ৩৩ ম্যাচে ২৮ জয়, ২ হার এবং ৩ ড্রতে ৮৭ পয়েন্ট নিয়ে লিগ চ্যাম্পিয়ন হয় তারা। অন্যদিকে সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে এখনও দ্বিতীয় স্থানে থাকার লড়াই করছে মোনাকো।

 

Related Posts

Leave a Reply