May 1, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

সাত তালা লাগলেও মনের গোপন কথাটি লিখে দেবে এই কলম

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

খন তথ্য প্রযুক্তির যুগ। আর এই তথ্য প্রযুক্তির যুগে চমকের শেষ নেই, আপনার মনের অজানা কথা লিখে দেবে কলম। যত দিন যাচ্ছে, ততই চমক আসছে। এবার সেই চমকে যুক্ত হয়েছে এমনই এক পেন, যা কিনা নিজ থেকেই লিখে দেবে আপনার চাওয়াগুলোকে। অর্থাত্‍ আপনি যা মনে মনে চাইছেন তা সহজেই আপনার মন বুঝে এই পেন লিখে ফেলবে।

শুধুমাত্র, হাতে ধরিয়ে দিলেই হবে তারপর বাদবাকি কাজ এই কলম করে দেবে। আপনাকে আর কিছু করতে হবে না। নির্দেশ মেনে নিজেই সব লিখে ফেলবে। এমনকি কম্পিউটারে সেভ করা কোনও অ্যাপ্লিকেশনের ফাইলের প্রিন্ট-আউট নিতে চান,তবে ‘অ্যাক্সি ড্র’ অর্থাত্‍ এই পেনে সেভ করে দিন। ‘অ্যাক্সি ড্র’ তার সঙ্গে জুড়ে থাকা গ্রিপে একটি কলম দিয়ে আপনার অ্যাপ্লিকেশন ফাইলটাকে হাতের লেখার মতো প্রিন্ট করে দেবে।

কি এই ‘অ্যাক্সি ড্র’? আসলে এটি একটি রোবোটিক প্রিন্টার। এই প্রিন্টার হাতের লেখার মতো প্রিন্ট করে। এর প্রিন্টারে খালি জুড়ে দিন যে কোনও ধরনের একটি ফাউন্টেন কলম। যে কোনও ধরনের হাতের লেখা থেকে আপনার সই বা কোনও ধরনের ডায়াগ্রাম, সব নিমেষে এঁকে দেবে এই ‘অ্যাক্সি ড্র। ‘

Related Posts

Leave a Reply