May 21, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

অনুপ্রবেশের দায়ে ত্রিপুরায় আটক ১৮ রোহিঙ্গা 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

অনুপ্রবেশের অভিযোগে ১৮ জন রোহিঙ্গাকে আটক করেছে ত্রিপুরা পুলিশ। আটক হওয়া রোহিঙ্গার মধ্যে ৩ শিশু, ৪ মহিলা ও ১১ জন পুরুষ। বৃহস্পতিবার ত্রিপুরার তেলিয়ামুড়া নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

খোয়াই জেলার পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তী জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে তেলিয়ামুড়া পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়েছে। তারা বাংলাদেশের চট্টগ্রাম থেকে ভারতে প্রবেশ করেছিল। ত্রিপুরায় তাদের অবস্থানের ব্যাপারে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। দ্রুত তাদের স্থানীয় আদালতে পেশ করা হবে। রাজ্য পুলিশের অন্য এক কর্তা জানান, বুধবার সীমান্ত পেরিয়ে রোহিঙ্গারা রাজ্যে প্রবেশ করে। এরপর কাজের সন্ধানে ট্রেনে চেপে দিল্লি যাওয়ার পরিকল্পনা ছিল তাদের।

পুলিশ সূত্রে খবর, মিয়ানমার থেকে এর আগেও অবৈধভাবে বাংলাদেশ সীমান্ত দিয়ে ত্রিপুরা ও উত্তরপূর্ব ভারতের অন্য রাজ্যগুলিতে রোহিঙ্গারা কাজের খোঁজে এসেছে। কিন্তু পরবর্তীতে আইনি ও নিরাপত্তা সম্পর্কিত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের ফেরত পাঠানো হয়েছে। গত বছরের আগস্টে মিয়ানমারের রাখাইন প্রদেশে নতুন করে হিংসা ছড়িয়ে পড়ার পর প্রায় ৭ লাখ রোহিঙ্গা দেশ ছেড়ে আশ্রয় নিয়েছে বাংলাদেশে। ভারতেও প্রায় ৪০ হাজার রোহিঙ্গা অবস্থান করছে বলে জানা যাচ্ছে।

 

Related Posts

Leave a Reply