May 15, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

এবার মালয়েশিয়ার একটি বিমান বড়ো ধরণের দুর্ঘটনা এড়ালো কুখ্যাত ত্রিভুবন বিমানবন্দরে 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরটি দুর্ঘটনার জন্য অধিক পরিচিত। বহু বিমান এই বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়েছে। আর এবার পৃথিবীর অন্যতম দুর্ঘটনাপ্রবণ এই বিমানবন্দরে ছিটকে পড়ল মালয়েশিয়ার একটি যাত্রীবাহী বিমান।

শুক্রবার মালিন্দো এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ বিমানটি ১৩৯ আরোহী নিয়ে ওড়ার সময় হঠাৎই ছিটকে পড়ে। তবে এর ফলে কোনো রকম ক্ষয়ক্ষতির খবর নেই। জানা গেছে, কুয়ালালামপুরগামী মালয়েশিয়ার এই বিমান ওড়ার সময় কিছু সমস্যা দেখা দেওয়ায় পাইলটরা বিমানটি থামানোর সময় হঠাৎই এটি রানওয়ে থেকে ছিটকে পড়ে।

এদিকে, দুর্ঘটনার পর সাময়িকভাবে বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে নেপালের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর কতক্ষণ বন্ধ থাকবে সে ব্যাপারে কিছু জানানো হয়নি। উল্লেখ্য, গত মার্চের মাঝামাঝি কাঠমান্ডুর এই বিমানবন্দরেই অবতরণকালে বিধ্বস্ত হয় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান। এতে ৫০ জন নিহত হন, যাদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি ও নেপালি।

 

Related Posts

Leave a Reply