May 14, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular ওপার বাংলা ব্যবসা ও প্রযুক্তি রোজনামচা

৭ মে মহাকাশে পাড়ি দেবে বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

আগামী ৭ মে সোমবার বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে উৎক্ষেপণ হতে চলেছে। আমেরিকার বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স -এর সঙ্গে গাঁটছড়া বেঁধে মহাকাশে পারি দেবে বাংলাদেশের স্বপ্নের এই স্যাটেলাইট।

স্পেসএক্স জানিয়েছে, উৎক্ষেপণের সম্ভাব্য তারিখ ৪ মের পরিবর্তে ৭ মে নির্ধারণ করা হয়েছে। ওই দিন রাট ১টা থেকে ৩ টের মধ্যে উৎক্ষেপণের সময় ধার্য করা হয়েছে। এর আগে গত ১১ এপ্রিল বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ জানিয়েছিলেন, ৪ মে ফ্লোরিডার কেপ কেনাভেরালের লঞ্চ প্যাড থেকে স্পেসএক্স-এর ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। গতকাল তিনি বলেন, এখন পর্যন্ত যে তথ্য আছে তাতে ৭ মে আবহাওয়া অনুকূলে থাকবে বলে আশা করা যায়।

 

Related Posts

Leave a Reply