May 17, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular রোজনামচা

মধ্যপ্রদেশে ৪ মাসে ৮০০ পুরুষ স্ত্রীর হিংসার শিকার !

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

মধ্যপ্রদেশ পুলিশ সম্প্রতি এক সমীক্ষায় জানতে পেরেছে, গত ৪ মাসে সেখানে ৮০০ জন পুরুষ গৃহ হিংসার শিকার হয়েছেন। স্বামীকে মারধরসহ বিভিন্ন ধরনের গৃহ হিংসার শিকার হওয়া পুরুষরা ১০০ ডায়ালে ফোন করে তাদের কষ্টের কথা পুলিশকে জানিয়েছেন। সংখ্যাটা আরও বাড়বে বলে মনে করছে পুলিশ। এ ব্যাপারে ১০০ ডায়ালের জনসংযোগ আধিকারিক হেমন্ত শর্মা বলেন, ‘এ পর্যন্ত আমরা সব গৃহ হিংসার ঘটনাকে একসঙ্গে রেখেছিলাম। কিন্তু এবার স্বামীর ওপর স্ত্রীর অত্যাচারের ঘটনাগুলোকে আলাদা করতে শুরু করেছি।’‌

এমনটা করতে গিয়েই দেখা যায়, গত চারমাসে ৮০০টি এরকম ঘটনা সামনে এসেছে। পুলিশ এই সংখ্যাটা দেখে নতুন একটি বিভাগ তৈরি করেছে। যার নাম দেওয়া হয়েছে ‘‌স্বামীর ওপর স্ত্রীর অত্যাচার’‌। জানা গেছে, জানুয়ারিতে ১৫৮টি, ফেব্রুয়ারিতে ১৭৯টি, মার্চে ২১২টি এবং এপ্রিলে ২৫৩টি এই ধরণের অত্যাচারের ঘটনার অভিযোগ বিভিন্ন থানায় দায়ের হয়েছে। পুলিশ সব ঘটনাগুলোকেই গুরুত্ব সহকারে দেখছে।

 

Related Posts

Leave a Reply