May 14, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি রোজনামচা

সোনা, হিরে খচিত বিশ্বের সবচেয়ে মূল্যবান বাইকটি প্রকাশ্যে আনলো হার্লে ডেভিডসন 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

বিখ্যাত মার্কিনি বাইক নির্মাতা হার্লে ডেভিডসনের ব্লু-এডিশনের সর্বশেষ চমক হলো ‘সফ্টটেল স্লিম এস’।  সুইজারল্যান্ডের বিখ্যাত গয়না ও ঘড়ি প্রস্তুতকারক সংস্থা ‘বুশারার’ এবং মোটরসাইকেল প্রস্তুতকারক সংস্থা ‘বান্ডানারবাইক’ এর যৌথ উদ্যোগে এই গাড়িটি তৈরি করা হয়েছে। এই বাইকটিই এযাবৎকালের সবচেয়ে মূল্যবান বাইক হিসেবে চিহ্নিত হয়ে উঠতে চলেছে। কেনো ?

জানা গেছে, বাইকটি সাজাতে ৩৬০টি হিরে খন্ড ব্যবহার করা হয়েছে। বাইকে যে স্ক্রু-গুলো ব্যবহার করা হয়েছে সেগুলো সবই সোনার। ৬টি স্তরে রঙের কোটিং দেওয়া হয়েছে বাইকটিতে। কিন্তু সেই কোটিং টেকনিকটা কী, সেটা প্রকাশ্যে আনতে চায়নি প্রস্তুতকারক সংস্থা। ব্লু-এডিশনের অন্যতম একটি বিশেষত্ব হচ্ছে, এর ফুয়েল ট্যাঙ্কের ডান পাশে একটি ঘড়ি লাগানো হয়েছে। এছাড়া ফুয়েল ট্যাঙ্কের ডান পাশে ৫.৪ ক্যারাটের ডায়মন্ড রিং লাগানো হয়েছে।

বিশ্ব বাজারে এর দাম রাখা হয়েছে ১.৭৯ মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যার দাম পড়বে প্রায় ১৪ কোটি টাকা। সম্প্রতি এক অনুষ্ঠানে ব্লু-এডিশনের এই মোটরসাইকেলটিকে প্রকাশ্যে আনা হয়। এর আগে, বিশ্বের সবচেয়ে দামি মোটরসাইকেলের রেকর্ডটি ছিল ‘১৯৫১ ভিনসেন্ট ব্ল্যাক লাইটনিং’ এর দখলে।

 

Related Posts

Leave a Reply