May 17, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular বিনোদন রোজনামচা

বিক্রি হয়ে গেলো কিশোর কুমারের পৈতৃক বাড়ি ‘গৌরী কুঞ্জ’ ওরফে ‘গাঙ্গুলি হাউজ’!

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

বিক্রি হয়ে গেল শিল্পী কিশোর কুমারের পৈতৃক বাড়ি। মধ্যপ্রদেশের খান্ডোয়ার এক ব্যবসায়ী বাড়িটি কিনেছেন বলে খবর। ১৯২৯ সালে কিশোর কুমার মধ্যপ্রদেশের খান্ডোয়াতে এক মধ্যবিত্ত বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা কুঞ্জলাল গাঙ্গুলি ছিলেন একজন আইনজীবী। মায়ের নাম গৌরী দেবী। চার ভাই বোনের মধ্যে কিশোর ছিলেন সর্বকনিষ্ঠ।

শুধু কিশোর কুমার নন, তার বড় ভাই তথা প্রয়াত অপর কিংবদন্তি নায়ক অশোক কুমারের শৈশবও কেটেছে খান্ডোয়ার গাঙ্গুলি হাউসে। বলিউডের সফল অভিনেতা ছিলেন তিনি। আবার এই বাড়িতেই শৈশব কেটেছে অভিনেতা অনুপ কুমারের। তিনিও কিশোর কুমারের আরেক ভাই। কিশোর কুমার একাধারে ছিলেন গায়ক, গীতিকার, সুরকার, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং প্রযোজক। ভারতীয় চলচ্চিত্রে সর্বাধিক সফল এবং সর্বশ্রেষ্ঠ প্লেব্যাক গায়ক হিসেবেও পরিচিত তিনি।

 

Related Posts

Leave a Reply