May 15, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular রোজনামচা শারীরিক

যমজ সন্তান কিন্তু জন্মের সাল আলাদা 

[kodex_post_like_buttons]

 

নিউজ ডেস্কঃ

মহিলা যমজ সন্তানের জন্ম দিলেন। ছেলে ও মেয়ে। কিন্তু দুই যমজের জন্ম সাল আলাদা। মাত্র কয়েক মিনিটের ফারাকেই ঘটে গেলে বছরের ফারাক। আর তাই শুধু জন্মের তারিখই নয় পাল্টে গেল জন্ম সালও। ছেলের জন্ম হল ২০১৭ সালের ৩১ ডিসেম্বর। আর মেয়ের জন্ম নিল ২০১৮ সালের ১ জানুয়ারি। ক্যালিফোর্নিয়ার এই ঘটনায় হতবাক বিশ্ব।

আমেরিকার ক্যালিফর্নিয়ায় মারিয়া ফ্লোরেস রিওস বর্ষবরণের দিন সন্ধ্যা থেকেই পেটে ভীষণ যন্ত্রণা অনুভব করছিলেন। তখনও আন্দাজ করতে পারেননি কিছুক্ষণের মধ্যেই জীবনের সবথেকে অভূতপূর্ব ঘটনার সাক্ষ্মী হতে চলেছেন তিনি।

স্ত্রীকে গর্ভযন্ত্রণায় কষ্ট পেতে দেখে তড়িঘড়ি ক্যালিফর্নিয়ার দেলানো রিজিওনাল হাসপাতালে নিয়ে যান স্বামী জোয়াকুইন। ওই হাসপাতালেই ৩১ ডিসেম্বর ১১টা বেজে ৫৮ মিনিটে প্রথম সন্তানের জন্ম দেন মারিয়া। প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার ঠিক ১৮ মিনিট পর মারিয়ার দ্বিতীয় সন্তানের জন্ম হয়।

যদিও চিকিৎসকরা প্রথমে জানিয়েছিলেন নতুন বছরের ২৭ জানুয়ারি নরমাল ডেলিভারি হবে মারিয়ার। পরে অবশ্য ডাক্তাররা ১০ জানুয়ারি সিজার করে প্রসবের কথা জানান। কিন্তু, চিকিৎসকদের সব সম্ভাবনাকেই কার্যত ভুল প্রমাণ করে বর্ষ শেষের মধ্যরাতে যমজ সন্তানের মা হলেন মারিয়া।

Related Posts

Leave a Reply