April 29, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি রোজনামচা

স্মার্টফোনের চার্জ এবার জল দিয়ে, চমকপ্রদ আবিষ্কার বিজ্ঞানীদের 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

এখন স্মার্টফোন ছাড়া আমাদের এক দণ্ডও চলে না। ঘরে বাইরে, জলে জঙ্গলে সব জায়গায় ফোন সঙ্গে চাই। কিন্তু ফোন তো আবার চার্জ ছাড়া চলে না। তার জন্য চাই বিদ্যুৎ। কিন্তু সব স্থানে তো বিদ্যুৎ থাকে না। কিন্তু স্মার্টফোনের চার্জিং সমস্যা সমাধানে এবার এক চমকপ্রদ আবিষ্কার করলেন বিজ্ঞানীরা। এবার জল দিয়েই চার্জ হবে স্মার্টফোন। বিজ্ঞানীরা ছোট্ট একটি চার্জিং ডিভাইস আবিষ্কার করেছে যা দেখতে অনেকটা ক্রেডিট কার্ডের মত। এই চার্জিং ডিভাইসটিতে রয়েছে একধরনের লবণাক্ত জল। যা ইলেকট্রিক তৈরি করতে সক্ষম। ফলে পাওয়ার ব্যাংকের মতোই ফোনে চার্জ দেওয়া যাবে এটি দিয়ে।

নতুন এই চার্জিং ডিভাইসটি তৈরি করেছ জেএকিউ নামের একটি প্রতিষ্ঠান। ডিভাইসটির নাম দেওয়া হয়েছে পাওয়ার কার্ড। এই পাওয়ার কার্ড 1800 মিলি অ্যাম্ফিয়ার আওয়ার ব্যাটারির সমান ইলেকট্রিক তৈরি করতে পারে। ফলে এটি দিয়ে ট্যাবলেট এবং কম্পিউটারের মত ইলেক্ট্রনিক ডিভাইসও চার্জ দেওয়া যাবে।

Related Posts

Leave a Reply