May 15, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

এভারেস্টের চূড়োয় উঠে মেসির জার্সি মেলে ধরলেন এক ভক্ত 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

চারিদিকে বিশ্বকাপ ফুটবল নিয়ে চলছে নানান আলোচনা। প্রিয় দল আর খেলোয়ার নিয়ে সব ভক্তরাই মেতে রয়েছেন। তবে এর মাঝেও থাকে কিছু অন্যরকম ভক্ত। যাদের ব্যতিক্রমী কাজ চলে আসে খবরের শিরোনামে। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির এক ভক্ত এবার পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে ওড়ালেন মেসির ১০ নম্বর জার্সি।

গত ১৮ মে হিমালয় কন্যা নেপালের ৮ হাজার ৮৪৮ মিটার উঁচু পর্বতশৃঙ্গটির চূড়োয় ওঠেন দান জেনলুউবো। সেখানে উঠে আর্জেন্টিনার নাম ও নম্বর সম্বলিত মেসির জার্সি মেলে ধরেন এই চীনা নাগরিক। পরে তিনি সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। মুহূর্তেই তা ভাইরাল হওয়ায় গোটা বিশ্বে হইচই পড়ে যায়।

স্বাভাবিকভাবেই এমন অন্ধভক্তকে ধন্যবাদ ও সম্মান জানাতে ভুল করেননি মেসি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জেনলুউবোর ছবি পোস্ট করে তিনি লিখেছেন- ‘মাউন্ট এভারেস্ট জয় করার জন্য ধন্যবাদ দান জেনলুউবো। এটা অসাধারণ এক অর্জন। সেখানে আমার প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্য তোমাকে অনেক ধন্যবাদ।

 

Related Posts

Leave a Reply