May 18, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

সোশ্যাল মিডিয়ার ‘ট্রোল’  ঠেকাতে টোটকা টুইঙ্কলের 

[kodex_post_like_buttons]

 

সোশ্যাল মিডিয়ায় নানা কারণে কটূক্তির শিকার হননি, এমন তারকা পাওয়া ভার। এ নিয়ে তাঁদের মাথাব্যথার অন্ত নেই। তবে এদের মধ্যে বলিউড তারকা টুইঙ্কেল খান্না ট্রল ঠেকাতে এক  টোটকা  আবিষ্কার করেছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেই টোটকার কথা জানালেন। বলে রাখা ভালো, সামাজিক যোগাযোগমাধ্যমে কাউকে ঠাট্টা-তামাশা করাই হলো ‘ট্রল’।

কিছুদিন আগে টুইঙ্কেলের স্বামী অভিনেতা অক্ষয় কুমার তাঁর রুস্তম ছবির পোশাক নিলামে তোলেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হন টুইঙ্কেল খান্না। মেইলে দেওয়া ভারতীয় সংবাদ সংস্থা আইএনএসের এক সাক্ষাৎকারে টুইঙ্কেল বলেন, ‘আমি ট্রলকারীদের কোনো পাত্তাই দিই না। এটাই ওদের মোকাবিলা করার সেরা মাধ্যম।’ তা ছাড়া টুইঙ্কেল অনলাইনে হেনস্তাকারীদের আইনিভাবে প্রতিবাদ করায়ও বিশ্বাসী।

এই মুহূর্তে টুইঙ্কেল ব্যস্ত ছবি প্রযোজনায়। প্যাডম্যান দিয়ে বেশ আলোচিত প্রযোজক তিনি। অভিনয়ে অনিয়মিত হওয়ার পর চলচ্চিত্র প্রযোজনা ও ইন্টেরিয়র ডিজাইনে মন দেন। টুইঙ্কেল খান্না লেখকও বটে। মিসেস ফ্যানিবোনস তাঁর লেখা প্রথম বই। বইটি ২০১৫ সালে সর্বাধিক বিক্রি হয়েছিল।

Related Posts

Leave a Reply