May 10, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular শিল্প ও সাহিত্য সফর

ইন্দোনেশিয়ায়  নির্মীয়মান ‘বিষ্ণু’ মূর্তিই হতে চলেছে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ভাস্কর্য 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

ইন্দোনেশিয়ার বালিতে নির্মীয়মান ‘গারুদা বিষ্ণু কাঞ্চন’ ভাস্কর্যটি হতে চলেছে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ভাস্কর্য। ১৯৯৭ সালে নির্মাণ কার্য শুরু হওয়া ভাস্কর্যটির কাজ চলতি বছরের আগস্ট মাসে সমাপ্ত হবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যেই ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। বালি দ্বীপের বাদুংয়ের উসগাসান এলাকায় অবস্থিত ভাস্কর্যটির স্থপতি ইন্দোনেশিয়ার নাগরিক নিয়ুমান নুয়ারতা। স্থপতির দাবি, ১২১ মিটার উচু ভাস্কর্যটি চীনের স্প্রিং টেম্পল বুদ্ধ’র চেয়ে ছোট তবে মিয়ানমারের ‘লেকিয়ুন সেক্কিয়া বুদ্ধ’ মূর্তিটির চেয়ে উচু। জাপান, ইউরোপ ও লাতিন আমেরিকা থেকে নিয়ে আসা নির্মাণ সামগ্রী দিয়ে এটি তৈরি করা হচ্ছে।

প্রসঙ্গত, বিশ্বের সর্বোচ্চ ভাস্কর্য হচ্ছে চীনের ‘স্প্রিং টেম্পল বুদ্ধ’। ভাস্কর্যটি চীনের হেনান প্রদেশের লুশান কাউন্টিতে অবস্থিত। ১৫৩ মিটার উচু ‘স্প্রিং টেম্পল বুদ্ধ’ ভাস্কর্যটি ১৯৯৭-২০০৮ সালের মধ্যে নির্মিত হয়। ১ হাজার টন ওজনের ভাস্কর্যটি ১ হাজার ১০০টি কপারের টুকরো দিয়ে তৈরি। এছাড়া মিয়ানমারের লেকিয়ুন সেক্কিয়া বুদ্ধ মূর্তিটির উচ্চতা ১১৬ মিটার। এরপরেই রয়েছে জাপানের উশিকু দাইবাৎসু ভাস্কর্যটি। আর ৯৫ মিটার উচ্চতা নিয়ে পঞ্চম স্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অব লিবার্টি।

 

Related Posts

Leave a Reply