May 14, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular ধর্ম রোজনামচা

অনন্য নজির জেল বন্দিদের, এখানে মুসলিমদের সঙ্গে রোজা রাখছেন হিন্দুরাও ! 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

চলতি রমজান মাসে দিল্লির তিহার জেলে মুসলিম বন্দীদের সাথেই রোজা রাখছেন হিন্দু বন্দীরাও। এই কারাগারটির ২ হাজার ২২৯ জন মুসলিম বন্দীদের সাথেই রয়েছেন ৫৯ জন হিন্দু বন্দী। রমজান মাসের শুরু থেকেই রোজা রাখছেন তারাও।

ভারতের বৃহত্তম এই কেন্দ্রীয় কারাগারের অধীন একাধিক জেলে বন্দীর সংখ্যা প্রায় ১৫ হাজার। এরমধ্যে ৯৭ জন মহিলা এবার রোজা পালন করছেন। গত রবিবার দিল্লির তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রির আশপাশে। এই প্রচণ্ড তাপদাহের মধ্যে রোজা রাখা বন্দীদের জন্য বিশেষ ইফতারের আযোজন করেছে কারাগার কর্তৃপক্ষ। প্রতিটি কারাগারের সুপারদেরকে ইফতারে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিহার জেলের ডিরেক্টর জেনারেল অজয় কাশ্যপ জানান, রমজান মাস শুরুর আগে চলতি মাসের গোড়ার দিকে কারাগার কর্তৃপক্ষের উদ্যোগে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই কেন্দ্রীয় কারাগারের অধীন প্রতিটি জেলেই ডিসপ্লে বোর্ড টাঙিয়ে  হয়েছে, সেখানে সূর্যাস্তের সময় উল্লেখ করা থাকছে। বন্দিরা যাতে সুষ্ঠুভাবে রোজা রাখতে পারেন তার জন্য খেজুর ও শরবতের ব্যবস্থা করা হয়েছে। যারা রোজা রাখছেন সেই সব বন্দীদের জন্য জেলের সময়সীমা শিথিল করা হয়েছে। কারাগারের নিয়ম অনুযায়ী কোন বন্দীদের হাতে ঘড়ি পড়ার অনুমতি দেওয়া হয় না। সেক্ষেত্রে প্রতিদিন ভোরের সেহরির সময়টি বন্দীদের জানানোর জন্য একজন করে কর্মী নিয়োগ করেছে জেল কর্তৃপক্ষ।

 

Related Posts

Leave a Reply