May 14, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

মোবাইল আসক্তদের জন্য তৈরী হলো রাস্তা !

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

রাস্তাঘাটে প্রায়ই কিছু মোবাইল পাগল দেখা যায়, যারা মোবাইল ছাড়া পৃথিবীর অন্য সবকিছুর কথা ভুলে থাকতে পারে অবলীলায়। এর কারণে প্রায়শই দুর্ঘটনার কবলে পড়তে হয় তাদের। এমনকি কানে ইয়ারফোন লাগিয়ে আনমনে রেললাই পার হতে গিয়েও প্রাণ দিয়েছেন অনেকেই। মোবাইল ব্যবহারকারীদের এই বিপদ থেকে বাঁচাতে নতুন এক আইডিয়া নিয়ে এগিয়ে এলো চীন।

চীনের জিয়ান অঞ্চলের বাসিন্দাদের এই সমস্যা থেকে বাঁচাবে আলাদা লেন। রাস্তার ফুটপাথের একপাশ দিয়ে আলাদা একটি লেন তৈরী করে দেওয়া হয়েছে শুধু মোবাইল ব্যবহারকারীদের জন্য। সেই রাস্তার ওপর মোবাইলের ছবি এঁকে বুঝিয়ে দেওয়া হয়েছে, রাস্তার বিশেষত্ব। সেখানে মোবাইল হাতে বেখেয়ালে হাঁটাচলা করলেও আর কোনও সমস্যা নেই।

তবে এই আইডিয়া শুধু চীন নয় বিশ্বের আরো কিছু শহরে রয়েছে। জানা যায়, ইউরোপের বেলজিয়াম ও মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো কোনো শহরে আগেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। মোবাইল-আসক্ত মানুষজনেদের জন্য এই রাস্তা যেন আশীর্বাদ হয়ে এসেছে। তবে মোবাইল ব্যবহারকারীরা বেখেয়ালে লেন ছেড়ে বাইরে বের হলেই বিপদ!

 

Related Posts

Leave a Reply