May 10, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

এই দেশে এখন ১ কাপ সাধারণ কফির দাম ১০ লাখ টাকা!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

তীব্র মুদ্রাস্ফীতির কবলে পড়েছে ভেনেজুয়েলা। সেদেশের সরকারের ভ্রান্ত নীতির ফলে গত এক বছরে মুদ্রাস্ফীতি বেড়েছে ৪৩,৩৭৮ শতাংশ। জিনিসপত্রের দাম এতটাই বেড়েছে যে বর্তমানে ভেনেজুয়েলায় এক কাপ কফির দাম স্থানীয় মুদ্রায় ১০ লাখ বলিভার!

ভেনেজুয়েলায় ন্যূনতম মাসিক বেতনের পাঁচ ভাগের এক ভাগ দাম এক কাপ কফির। অর্থাৎ মাসে পাঁচবার কফি খেলেই মাইনের টাকা শেষ। কিন্তু অবস্থাটা কিছুদিন আগেও এই রকমটা ছিল না। বছর দুয়েক আগেও এক কাপ কফি মিলত ৪৫০ বলিভারে। কিন্তু ভেনেজুয়েলার সরকারের ইচ্ছেমতো টাকা ছাপানোর নীতি নেওয়ার পরই চূড়ান্ত দারিদ্রের গ্রাসে ডুবে যাচ্ছে দেশটি।

১০০ বলিভারের নোট সেদেশে সবচেয়ে বেশি প্রচলিত। মাত্র এক কাপ কফি কিনতে এরকম ১০,০০০টি নোট লাগছে। এই ১০ লাখ বলিভারের কিন্তু আসলে কোনো দাম নেই। ডলারে কনভার্ট করলে ১০ লাখ বলিভারের মূল্য মাত্র ২৯ সেন্ট যা ভারতীয় মুদ্রায় ১৮ টাকার সমান।

Related Posts

Leave a Reply