May 7, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

ব্রাজিলের মাত্র ৪ শতাংশ মানুষ নেইমারের খেলায় সন্তুষ্ট হয়েছেন !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

রাশিয়া বিশ্বকাপে আশা জাগিয়েও স্বপ্নভঙ্গ হয়েছে নেইমার-জেসুসদের। শেষ আট থেকেই বিদায় নিতে হয়েছে তিতের শিষ্যদের। আর শেষ ম্যাচে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হারের পর ব্রাজিলীয়দের কাঠগড়ায় নেইমার ও গ্যাব্রিয়েল জেসুস।

দেশের ফুটবল দলের দুই গুরুত্বপূর্ণ সদস্যের উপর ক্ষেপেছে ব্রাজিলিয়ানরা। আর সমর্থকদের সেই ক্ষোভের চিত্র উঠে এসেছে এক সমীক্ষায়। যেখানে ব্রাজিলিয়ানরা মনে করছে নেইমার খেলার চেয়ে কথাই বলেছেন বেশি। ফাউল নিয়ে পিএসজি তারকার ‘অতিরিক্ত প্রতিক্রিয়া’র আলোচনাও তার খেলায় ব্যাঘাত ঘটিয়েছে। ব্রাজিলের সর্বাধিক প্রচারিত দৈনিক ‘গ্লোবোস্পোর্ত’ ব্রাজিলের হারের পর একটি অনলাইন সমীক্ষা চালায়। তাতে দেখা যাচ্ছে, রাশিয়ায় ব্যর্থতার পেছনে ৫৬ শতাংশ ব্রাজিলিয়ানই নেইমারের খেলা নিয়ে অসন্তুষ্ট। মাত্র ৪ শতাংশ মানুষ জানিয়েছে প্রত্যাশা মতো পারফর্ম করেছেন তিনি।

অপরদিকে নেইমারের চেয়ে আরও খারাপ অবস্থা গ্যাব্রিয়েল জেসুসের। সমীক্ষায় অংশ নেওয়া ৮৩ শতাংশ ব্রাজিলিয়ানই তার পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্ট। ব্রাজিলের খেলা পাঁচ ম্যাচের সবকটিতেই প্রথম একাদশেই ছিলেন জেসুস। কিন্তু একটি ম্যাচেও গোলের দেখা পাননি। তারপরও তাকে দলে রেখেছেন কোচ তিতে। ম্যানচেস্টার সিটিতে দুর্দান্ত একটি মরসুম কাটিয়ে আসার পর তার এমন পারফরম্যান্সে বেজায় হতাশ ব্রাজিলিয়ানরা।

 

Related Posts

Leave a Reply