May 17, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

আমেরিকায় ধৃত রুশ গুপ্তচর -এর জামিনের আবেদন নাকচ করে দিলো আদালতে  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া আদালতের বিচারক ডিবোরাহ রবিনসন রুশ চর মারিয়া বিউটিনার জামিনের আবেদন নাকচ করে দিলো। মার্কিন বিচার বিভাগ থেকে বলা হয়েছে, ২৯ বছর বয়সী বিউটিনা আমেরিকায় এটর্নি জেনারেলের অনুমতি ছাড়া কাজ করায় তাকে রুশ এজেন্ট হিসেবে ষড়যন্ত্র ও গুপ্তচরবৃত্তির অভিযোগে গত ১৫ জুলাই ওয়াশিংটন থেকে গ্রেফতার করা হয়। অভিযোগ প্রমাণিত হলে বিউটিনার সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে।

এদিকে, বিউটিনার আইনজীবী রবার্ট নিল ড্রিসকোল এই অভিযোগ প্রত্যাখ্যান করেন। রুশ পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাজাকারোভা বুধবার রুশ নাগরিকের ওপর ওয়াশিংটনের এই আচরণকে ‘অস্বাভাবিক’ উল্লেখ করে বলেন, মস্কো তাকে রক্ষার জন্য সব ধরনের চেষ্টা চালাবে। তিনি বলেন, আপাতদৃষ্টিতে মনে হচ্ছে এফবিআই রাজনৈতিক যোগসাজশে কাজ করছে।

 

Related Posts

Leave a Reply