May 16, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

বাস্তবেই হাওয়ায় চলবে এই গাড়ি!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

মিশরের একদল শিক্ষার্থী এমন এক গাড়ি বানিয়ে ফেললো যা কেবল বাতাসের সাহায্যে চলবে। বলা হচ্ছে, জ্বালানির ক্রমবর্ধমান মূল্যের মোকাবিলা করতে বড়োসড়ো ভূমিকা রাখতে চলেছে এই গাড়ি।

কায়রোর অদূরে হেলওয়ান ইউনিভার্সিটির ওই শিক্ষার্থীরা তাদের গ্র্যাজুয়েশন প্রজেক্টের অংশ হিসেবে সংকুচিত অক্সিজেনচালিত এই গাড়ির একটি প্রোটোটাইপ তৈরি করেছেন। শিক্ষার্থীরা জানান, তাদের গাড়িটি ঘণ্টায় ৪০ কিলোমিটার গতিবেগে চলতে পারে। একবার জ্বালানি ভরে নিয়ে পাড়ি দিতে পারবে প্রায় ৩০ কিলোমিটার রাস্তা। আর গাড়িটি তৈরী করতে খরচ পড়ছে মাত্র এক হাজার মার্কিন ডলার।

এই গাড়ির ডিজাইনারদের একজন মাহমুদ ইয়াসির বলেন, এই গাড়ি চালানোর খরচ নেই বললেই চলে। কারণ আপনি কেবল কমপ্রেসড এয়ার ব্যবহার করছেন। জ্বালানি বাবদ আপনার কোনো খরচ হচ্ছে না, গাড়ি ওভারহিটও হবে না। এই গাড়িটি বাণিজ্যিকভাবে নির্মাণের জন্য এখন লগ্নিকারী খুঁজছে খুদে দলটি। তাদের বিশ্বাস, গাড়িটিকে খুব সহজেই ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিবেগ সম্পন্ন করা সম্ভব।

Related Posts

Leave a Reply