May 18, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular সফর

চাঁদে যাবি? এখন আর কথার কথা নয়, সত্যিই চাঁদে বেড়াতে নিয়ে যাবে স্পেসেএক্স !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

মার্কিন বেসরকারি মহাকাশ সংস্থা স্পেসএক্স বৃহস্পতিবার তাদের বিগ ফ্যালকন রকেটের (বিএফআর) মাধ্যমে চাঁদে পর্যটক পাঠানোর নতুন পরিকল্পনার কথা ঘোষণা করেছে।

মহাকাশের বিভিন্ন জায়গায় মানুষের ভ্রমণের উপযোগী করে এই মহাকাশযানটি নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। স্পেসএক্স এই মহাকাশ যাত্রার জন্য পর্যটকদের খরচের বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। স্পেসএক্স সম্প্রতি টুইটারে জানিয়েছে, ‘আমাদের বিএফআর মহাকাশযানের মাধ্যমে মানুষের চাঁদে ভ্রমণের ক্ষেত্রে বিশ্বে প্রথম বেসরকারি উদ্যোক্তা হিসেবে অবদান রাখতে চলেছে স্পেসএক্স। যারা মহাকাশ ভ্রমণের স্বপ্ন দেখেন, তারা এতে ভ্রমণ করতে পারবেন।’

টেসলা ইলেকট্রিক কার কম্পানির সিইও ইলন মাস্কের ক্যালিফোর্নিয়া ভিত্তিক স্পেসএক্স এরআগেও চাঁদে পর্যটক পাঠানোর উদ্যোগের কথা জানিয়েছিল। ড্রাগন ক্রু ভেহিকেলের মতো কার্গো স্পেসযানের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পর্যটক নিয়ে যাওয়ার কোথাও ঘোষণা করে প্রতিষ্ঠানটি।

 

Related Posts

Leave a Reply