May 18, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

আত্মপ্রকাশ করলো স্যামসাংয়ের ফোল্ডেবেল স্মার্টফোন!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

খুব শিগগিরই বাজারে আসছে বিশ্বখ্যাত ব্রান্ড স্যামসাংযের ভাঁজ করা স্মার্টফোন। মার্কিন যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকো শহরে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্প্রতি এই হ্যান্ডসেটের উদ্বোধন করলো বিশ্বের অন্যতম বৃহৎ মোবাইল হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। জানা গেছে, মাসখানের মধ্যেই এর বাণিজ্যিক উৎপাদন শুরু করবে তারা। ফোনটির মূল আকর্ষণ এর ডিসপ্লে, যা ট্যাবের মতো বড় আকারের। আবার ভাঁজ করে সেটাকে স্মার্টফোনের মত পকেটেও রাখা যাবে। তারা ‘এটিকে আগামী পৃথিবীর স্মার্টফোন বলে মনে করছে।

মোবাইলটির ডিসপ্লে ৭.৩ ইঞ্চি, যা দেখতে অনেকটা ট্যাবলেট আকৃতির। তবে মোবাইলটি বন্ধ করার পরও ‘কাভার ডিসপ্লে’ দেখা যাবে, তাৎক্ষণিক জরুরি দরকার হলে তখন আনফোল্ড করা ছাড়াই ব্যবহার করা যাবে। মূলত স্যামসাং পাঁচ বছরের বেশি সময় ধরে এই নতুন ফোনের বিষয়টিকে গোপন রেখেছিলো। মূলত ‘হাওয়াই’ মোবাইলকে টেক্কা দেয়ার জন্য স্যামসাংয়ের এই নতুন হ্যান্ডসেট।

গত সপ্তাহে মোবাইল দুনিয়ায় পরিচিত ব্যান্ড রোয়োল ফ্লেক্সপাই তাদের ফ্লোডার ফোনটি উন্মোচন করে, যা স্যামসাং এবং হাওয়াই ফোনের চেয়ে এক ধাপ এগিয়ে ছিল। ধারণা করা হচ্ছে রোয়াল ফ্লেক্সপাই  তাদের ফোল্ডার ফোনটি বাজারে আনতে চলেছে স্যামসাংয়ের আগেই। এই নতুন ফোনটিতে একই সঙ্গে তিনটি অ্যাপস চালানো যাবে, যা আগে কোন মোবাইলে হয়নি।

Related Posts

Leave a Reply