May 9, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular Uncategorized সফর

ফোর্ট ট্রেকের কথা শুনেছেন কখনো?

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ট্রেকিং মানেই রোমহর্ষক অ্যাডভেঞ্চার। পাহাড়ে ট্রেকিং করতে যান কেউ, আবার কেউ সি ট্রেকিংয়ে যান। তবে ফোর্ট ট্রেকের কথা শুনেছেন কখনো? মহারাষ্ট্রের নাসিকের হরিহর কেল্লা। বিশাল এই কেল্লা। আর তার ওপরে ওঠার জন্য ছুটে আসেন অ্যাডভেঞ্চারপ্রেমীরা! তিন কোণা একটি পাথর। ভূমি থেকে ওই কেল্লার শীর্ষ পর্যন্ত দু’টি ঢাল প্রায় ৯০ ডিগ্রি খাড়াই। পশ্চিম দিকের ঢাল প্রায় ৭৫ ডিগ্রি খাড়া। পাথরের সিঁড়ির মতো খাঁজ রয়েছে এই কেল্লায়। ১১৭টি খাঁজকাটা পকেটের মতো ধাপ রয়েছে। তবে বর্ষাকালে এই ট্রেকে না যাওয়াই ভাল, কারণ পাথুরের ধাপ একেবারে পিচ্ছিল হয়ে পড়ে। ৩,৬৭৬ ফুটের কেল্লাটির ২০০ ফুট উচ্চতা একেবারে খাড়াই। ত্রম্বকেশ্বর পর্বত থেকে ১৩ কিমি দূরে বৈতর্ণা বাঁধের কাছে রয়েছে এই কেল্লা।

কেল্লার উপরে রয়েছে দু’টি আলাদা ঘরের মতো জায়গা। এক সময়ে এটি নাকি রান্নাঘর হিসাবে ব্যবহার করা হত। কেল্লার কাছেই নিরগুডপাড়া গ্রাম। সেখান থেকে জঙ্গলের দিকে যাওয়ার রাস্তা ধরে এগোলেই কেল্লার দিকে পৌঁছনো যাবে। কেল্লার শীর্ষে পৌঁছে দেখা যাবে সহ্যাদ্রি পর্বতশ্রেণি। ব্রহ্মগিরি ও বৈতর্ণও দেখা যাবে পরিষ্কার। এই কেল্লার ধাপে একবারে একজনই উঠতে পারেন। এই কেল্লার পাশের গ্রামটিকে বলা হয়, স্কটিশ কাড়া। কারণ ১৯৮৬ সালে ডাউগ স্কট নামের একজন বিখ্যাত ট্রেকার দু’দিন সময় নিয়ে উঠেছিলেন এই কেল্লার শীর্ষে। এই কেল্লা ঘিরে মরাঠা, মুঘল ও ইংরেজ তিন পক্ষই যুদ্ধে লিপ্ত হয়েছিল। ১৮১৮ সালে ব্রিটিশরা মরাঠাদের থেকে এই কেল্লা দখল করে। ১৬৮৯ সালে এই কেল্লার দখল নিয়েছিল মুঘলরা।

Related Posts

Leave a Reply