May 21, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

লাখপতিদেরও ঋণ দেন কোটিপতি এই ভিখারি !

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 
ভিক্ষা করে যার পেট বাঁচানোর কথা সেই ভিক্ষুক এখন লাখ লাখ টাক ঋণ দেন মানুষকে।  এমন কথা শুনলে চোখ কপালে উঠার কথা।  বিশ্বাস করুন আর নাইবা করুন ঘটনা কিন্তু সত্যি।

গলায় মালা, মুখভর্তি চুল আর গালভরা দাড়ি।  চেহেরা দেখে অনুমান করা যায়, সেই ভিক্ষুকের বয়স ষাটের কোঠায়।  তিনি ভিক্ষা করেন বিহার রাজ্যের পাটনা স্টেশনে।  নাম তার পাপ্পু কুমার।

তার বর্ণনা পড়ে মনে হতে পারে তিনি একজন সাধারণ ভিক্ষুক। তবে তার সম্পর্কে পাটনা পুলিশের বক্তব্য শুনলে চক্ষু ছানাবড়া হবে।  তাকে আটক করার পর একে একে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। 

পুলিশের কথায়, পাপ্পু কুমারের রয়েছে চার চারটি ব্যাংক অ্যাকাউন্ট। রয়েছে চারটি এটিএম কার্ড।  সেগুলোতে থাকা তার অর্থের পরিমাণ ৫ লাখ।
পাপ্পুর সম্পদ রয়েছে ১ কোটি ২৫ লাখ সমমূল্যের। এ পর্যন্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের তিনি ১০ লাখ টাকা ঋণও দিয়েছেন। 

ভিক্ষাবৃত্তি নির্মূলে চালানো এক অভিযানে পাপ্পু কুমারকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তার বিপুল সম্পদ থাকার তথ্য উঠে আসে। জানা যায়, একসময়কার ইঞ্জিনিয়ার পাপ্পু কুমার একটি সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়ে যান ।  এরপরও তার সহায়-সম্পদ ছিল অনেক।  তার বাবার মৃত্যুর পর বিপুল সম্পদের মালিক হয়ে যান তিনি।

তাতেও মন ভরছিল না তার।  খোঁড়া পা নিয়েই নেমে পড়েন ভিক্ষাবৃত্তিতে। জমাতে থাকেন অঢেল টাকা ।  তিনি এখন লাখ লাখ টাকা ঋণ দেন মানুষকে।

Related Posts

Leave a Reply