May 9, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

রইল চ্যালেঞ্জ, বলতে পারেন এটা কি ?

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

মানুষের পা ভেবেই প্রথমে সবাই চেয়ে থাকবেন। দু’চোখ কপালে তুলে জানতে চাইবেন, পা’টা এভাবে ফুললো কীভাবে? কিন্তু ভুল ভাঙবে একটু সময় পেরিয়ে গেলেই। মানুষের পা নয়, জিনিসটা আসলে মুলা। দেখতে হুবহু মানুষের পা।
জাপানে সম্প্রতি এক প্রদর্শনীতে এ রকমই এক অদ্ভূত আকারের সব্জি প্রদর্শিত হয়েছে। প্রথম দেখায় যা মানুষের পা বলেই ভ্রম হয়। কিন্তু এটি আসলে মূলা। যদিও এতে রয়েছে মানুষের পায়ের মতোই গোড়ালি, পাতা এবং পাতার সঙ্গে পাঁচ পাঁচটি আঙ্গুল। ৩০ সেন্টিমিটার দীর্ঘ এ পায়ে ১২ ইঞ্চি আমেরিকান জুতো ঠিক এঁটে যাবে।
ইয়োকিহিরো ইকেউচি নামের এক জাপানি চাষির ক্ষেতে দেড় কেজি ওজনের মূলাটি উৎপাদিত হয়েছে। কিম্ভুতাকারের এ সব্জিটিকে কুচিয়ে সালাদ করার বদলে তিনি আয়াগাওয়া প্রদর্শনীতে নিয়ে এসেছেন যা দেশে দর্শকদের চোখ ছানাবড়া।
জাপানে সালাদ হিসেবে মূলার বেশ কদর রয়েছে। আর মূলোর তৈরি সালাদ সে দেশে প্রধান ডিস হিসেবে বিবেচিত হয়ে থাকে।

Related Posts

Leave a Reply