May 17, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ওয়াঘা সীমান্তে বীরের সংবর্ধনা অভিনন্দন বর্তমানকে 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ভূপাতিত হওয়া ভারতের যুদ্ধবিমানের পাইলট অভিনন্দন বর্তমানকে ওয়াঘা সীমান্তে পৌঁছে দিলো পাকিস্তান আর্মি। ভারতের পক্ষ থেকেও অভিনন্দনকে ফিরিয়ে নিতে সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছে ভারতীয় বায়ুসেনা।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রকের এক মুখপাত্র বলেন, বিকেল সাড়ে চারটে নাগাদ অভিনন্দনকে ওয়াঘায় নিয়ে আসা হয়। ওয়াঘা সীমান্তে পাইলটকে গ্রহণ করতে পৌঁছে যান ভারতীয় বিমান বাহিনীর কর্তারা। ভারতীয় বিমানবাহিনী সূত্রে জানা গেছে, ইসলামাবাদ থেকে সড়কপথে তাঁকে নিয়ে আসা হয় লাহোরে। অবশেষে অভিনন্দনকে মুক্তি দেওয়া হয় ওয়াঘা-আতারি সীমান্তে। তাঁকে অমৃতসর হয়ে দিল্লিতে নিয়ে যাওয়া হবে।

অভিনন্দনের মুক্তির খবর পেয়ে সকাল থেকেই ওয়াঘা সীমান্তে সকাল থেকেই হাজির হয়েছেন কয়েক হাজার মানুষ। ইতিমধ্যেই ওয়াঘা সীমান্তে পৌঁছে গেছেন অভিনন্দনের বাবা এয়ার মার্শাল এস বর্তমান এবং মা শোভা বর্তমান। ভারতীয় বিমানবাহিনী এবং সেনার শীর্ষ কর্তারাও ওয়াঘা সীমান্তে পৌঁছে গেছেন। এদিকে, অভিনন্দন বর্তমানের মুক্তির বিষয়টির কথা বিবেচনা করেই আতারি সীমান্তে ‘বিটিং দ্য রিট্রিট’ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বিএসএফ।

জানা গেছে, অভিনন্দনকে বিমানে ভারতে ফেরত পাঠানো হোক, এমনটাই ইসলামাবাদের কাছে অনুরোধ জানিয়েছিল দিল্লি। কিন্তু ইসলামাবাদ সেই অনুরোধে সাড়া দেয়নি। পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়, ওয়াঘা-আতারি সীমান্ত দিয়েই নিয়ে আসা হবে অভিনন্দনকে। তারপর তুলে দেওয়া হবে ভারতের হাতে। বর্তমানে প্রটোকল মেনে অভিনন্দন বর্তমানের মেডিকেল টেস্টের পর কিছু সই-সাবুদের পর ভারতের মাটিতে পা-দিতে চলেছেন তিনি।

 

Related Posts

Leave a Reply