May 8, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

এক লাফে বৌমা থেকে শাশুড়ি 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

শাশুড়ি বটে। তবে এক সময় তো তারা কারও বৌমা ছিলেন। টেলি-সিরিয়ালের এমন কয়েক জন শাশুড়ি সম্পর্কে জেনে নিন যারা এক সময় বৌমা ছিলেন।

খবরে বলা হয়, নব্বই দশকে যারা বড় হয়েছেন, তারা নিশ্চয়ই ‘তু তু ম্যায় ম্যায়’-এর কথা ভুলে যাননি! বৌমা রাধা বর্মার সঙ্গে শাশুড়ি দেবকী বর্মার টক-মিষ্টি সম্পর্ক নিয়ে একেকটি পর্ব দারুণ জমেছিল এই সিরিয়ালে। তখন কে জানত, সেই বৌমা সুপ্রিয়া পিলগাঁওকর এক দিন ‘সসুরাল গেন্দা ফুল’-এ শাশুড়ি হবেন!

‘সাস-বহু’ টেলি-সিরিয়াল বলতেই যেটির কথা অনেকের মনেই প্রথমেই ভেসে ওঠে, তা হল ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’। সেই সিরিয়ালের একাধিক বৌয়ের মধ্যে ছিলেন জয়া ভট্টাচার্য। গত বছর পর্যন্ত তাকেই দেখা গেছে ‘থপকি পেয়ার কি’তে শাশুড়ির ভূমিকায়।

‘কিঁউকি সাস ভি কভি বহু থি’ তে বৌদের ভিড়ে বেশ চোখে পড়েছিলেন স্মিতা বানশালী। ওই টেলি-সিরিয়ালের বেশ কয়েক বছর পর বছর চল্লিশের স্মিতাকে দেখা গিয়েছিল ‘বালিকা বধূ’তে। তবে এবার তিনি আর বৌ নন। বরং ‘বালিকা বধূ’ আনন্দীর শাশুড়ি।

‘বালিকা বধূ’ ধীরে ধীরে বড় হয়ে ওঠার পর সেই আনন্দীর রোলে দেখা গিয়েছিল তোরাল রাসপুত্রকে। এর পর নজর ঘোরান ২০১১ সালের কয়েকটি টেলি-সিরিয়ালে। ‘এক নয়ি ছোটি সি জিন্দেগি’তে ফের দেখা গিয়েছিল তোরালকে। অন্য শাশুড়িদের মতো তিনি অতটা দজ্জাল নন। বরং বেশ কেয়ারিং শাশুড়ি হয়েছিলেন তোরাল।

২০০৭-এ ‘সপ্‌না বাবুল কা… বিদাই’তে রণবীর রাজবংশের স্ত্রীয়ের ভূমিকায় ছোট পর্দায় এসেছিলেন রাগিনী পারুল চৌহান। এর বছর দুয়েক পরেই আরও এক সিরিয়ালে দেখা গিয়েছিল পারুলকে। এবার এক লাফে সেই বৌ হয়ে গিয়েছিলেন শাশুড়ি। সিরিয়ালের নাম, ‘ইয়ে রিস্তা ক্যায়া ক্যাহলাতা হ্যায়’।

Related Posts

Leave a Reply