May 22, 2024     Select Language
Editor Choice Bengali শারীরিক

এই বিশ্বে সবচেয়ে বড় হৃদয় কার বলতে পারেন?

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

ই দুনিয়ায় সবচেয়ে বড় হৃদয় কার বলতে পারেন? হ্যাঁ, গোটা জীবজগতের কথাই বলা হচ্ছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বলছে, নীল তিমিই সেই প্রাণী, যার হার্ট বা হৃদয় বৃহত্তম।

নীল তিমির শরীরের প্রধান ধমনী বা অ্যাওর্টা আকারে অত্যন্ত বড়। হার্ট কতটা বড়, চোখে না দেখেও, শুধু ধমনীর একটা উদাহরণ দিলেই তার আভাস পাওয়া যাবে। যে কোনো পূর্ণবয়স্ক ব্যক্তি অনায়াসে নীল তিমির মহাধমনীর মধ্য দিয়ে হামাগুঁড়ি দিতে পারেন।

তাছাড়া মানুষের ক্ষেত্রে যেখানে হৃদপিণ্ড ৮ পাইট রক্ত পাম্প করে, সেখানে তিমির গড়ে ১৫ হাজার পাইট রক্ত পাম্প হয়।

আর হার্টবিট মোটে মিনিটে ৫ থেকে ৬ বার।

Related Posts

Leave a Reply