May 7, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

এই বিখ্যাত তারকাদের ভোট দেওয়ার কোন অধিকারই নেই, কেন জানেন …

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

লোকসভা নির্বাচনে শেষ হয়ে গেছে। নরেন্দ্র মোদী ফের একবার দিল্লির মাসনুদে আসীন। ভারতের প্রচুর মানুষ যাদের ভোটাধিকার প্রয়োগ করে তাকে জিতিয়েছেন। ভারতীয় সাধারণ থেকে সেলিব্রেটি সবাই। কিন্তু  ভারতের এমন সেলেব্রেটিও আছেন যারা ভোটার দিন বুথমুখীই হলেন না। কারণ হল তাদের এদেশে ভোট দেওয়ার কোন অধিকারী নেই। আসুন তাহলে তাদের নাম আর কারণটা জানাই-

অক্ষয় কুমার: ভারতীয় নাগরিক নন বলে কয়েকদিন আগেই বিতর্ক তৈরি হয়েছিল। তবে শুধু অক্ষয় নন, এই তালিকায় রয়েছেন আরও অনেকে।

অক্ষয় কুমার পাঞ্জাবের অমৃতসরে জন্ম অক্ষয় কুমারের। কিন্তু তিনি ভারতীয় নাগরিক নন। তাই ভোট দিতে পারেন না খিলাড়ি কুমার।

কানাডার পক্ষ থেকে তাকে সাম্মানিক নাগরিকত্ব দেওয়া হয়। ভারতীয় সংবিধান অনুযায়ী, কোনো নাগরিক দ্বৈত নাগরিকত্ব রাখতে পারেন না। তাই অক্ষয়কে ভারতের নাগরিকত্ব ছাড়তে হয়েছে।

কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎকার নিয়েছেন অক্ষয়। একাধিক দেশাত্মবোধক ছবিতে অভিনয় করতে দেখা গেছে তাকে। বিভিন্ন সময় পাশে দাঁড়িয়েছেন সেনাবাহিনীরও। পুলওয়ামা হামলায় নিহত সৈন্যদের পরিবারের জন্য পাঁচ কোটি টাকা দান করেছেন তিনি। কিন্তু দেশের সরকার নির্বাচনে ভোট দেওয়ার অধিকার নেই অক্ষয়ের।

আলিয়া ভাট : সাম্প্রতিককালে বলিউডের জনপ্রিয়তম অভিনেত্রী আলিয়া। ‘গালি বয়’ কিংবা ‘কলঙ্ক’, একের পর এক ছবিতে চুটিয়ে অভিনয় করছেন তিনি। তবে দেশে ভোট দিতে পারেন না মহেশ ভাটের কন্যা।

আলিয়ার কাছে রয়েছে ব্রিটিশ নাগরিকত্ব। তার মা সোনি রাজদানও একজন ব্রিটিশ নাগরিক। সেই সূত্রেই আলিয়া ব্রিটেনের নাগরিকত্ব পেয়েছেন। 

দীপিকা পাডুকোন: যদিও দীপিকা দক্ষিণ ভারতের মেয়ে। কিন্তু কর্মসূত্রে দীর্ঘদিন ধরেই রয়েছেন মুম্বাইতে। তবে সাবেক ব্যাডমিন্টন প্লেয়ার প্রকাশ পাড়ুকোনের মেয়ে দীপিকার জন্ম ডেনমার্কে।

ডেনমার্কের কোপেনহেগেনে জন্ম দীপিকার। বড় হয়েছেন বেঙ্গালুরুতে। তবে জন্ম ডেনমার্কে হওয়ায় তার কাছে রয়েছে ড্যানিশ পাসপোর্ট। তাই ভারতে ভোট দিতে পারেন না তিনিও।

ক্যাটরিনা কাইফ: বলিউডে কাজের সূত্রেই মুম্বাইতে এসেছেন তিনি। আদতে জন্ম, বড় হওয়া- সবটাই দেশের বাইরে। তিনি জন্মেছেন হংকং-এ। তার কাছেও রয়েছে ব্রিটিশ পাসপোর্ট। যদিও তার বাবা কাশ্মীরি। তবে ভারতের নাগরিকত্ব না থাকায় ভোট দিতে পারেন না তিনি।

জ্যাকলিন ফার্নান্ডেজ: ভারতে একের পর এক ছবিতে অভিনয় করে মন কেড়েছেন জ্যাকলিন। কিন্তু জন্মসূত্রে তিনি ভারতীয় নন। তার বাবা শ্রীলঙ্কার নাগরিক ও মা মালয়েশিয়ার। বাহরাইনে জন্ম জ্যাকলিনের। তাই তার কাছেও নেই ভারতের নাগরিকত্ব।

Related Posts

Leave a Reply