May 16, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

আপনাকে দেখেই বাচ্চারা কেঁদে ওঠে? কারণ জানলে আপনিও কাঁদবেন!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

নেকেই আছেন, যাদের দেখেই ছোট্ট বাচ্চারা কেঁদে ওঠে।  খেয়াল করলে দেখা যাবে, দূর থেকে একবার আপনাকে একনজর দেখলেই ‘ভ্যাঁ’।

কেন অনেককে দেখে শিশুদের চেহারা এ রকম হয়ে যায়? কেন আপনাকে দেখে একটি শিশু এভাবে কেঁদে উঠবে?

ভেবে দেখেছেন, আপনার মধ্যে এমন কী রয়েছে, যা দেখে একরত্তি শিশু ঘাবড়ে যায়। উত্তর শুনলে আপনারও মনে হবে হাত-পা ছুড়ে কাঁদতে। আপনি তো শিশুটির দিকে তাকিয়ে হাসছেন, গাইছেন, তাকে কোলে নিতে ইচ্ছে হচ্ছে। কিন্তু শিশুটি কাঁদতে-কাঁদতে পালানোর পথ খুঁজে পাচ্ছে না।

সম্প্রতি ‘ফ্রন্টিয়ার্স ইন সাইকোলজি’ পত্রিকায় একটি গবেষণা প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, একটি শিশু যখন কোনো কারণ ছা়ড়াই কাউকে দেখে কাঁদতে শুরু করে, তখন বুঝে নিতে হবে যে, গোলমালটা শিশুর নয়, দ্বিতীয়জনের।

কী সেই গোলমাল? শিশুটি মনে করে, আপনি কুৎসিত, দেখতে কদাকার। সে আপনাকে একেবারেই পছন্দ করছে না।

বুঝলেন, কি ঘটনা? এরপরও কি আপনি কিছু বলবেন, না কাঁদবেন?

Related Posts

Leave a Reply