May 9, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

রাশিয়ান বক্সার ‘দাদাশেভ’ এর লড়াই 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

সেন্ট পিটার্সবার্গে জন্ম হলেও ম্যাক্সিম দাদাশেভ থাকতেন ক্যালিফোর্নিয়ায়। ২০০৮ সালে বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে ৫৭ কেজি বিভাগে রুপো জেতেন দাদাশেভ। এরপর ২০১০ ও ২০১২ সালে রাশিয়ার জাতীয় চ্যাম্পিয়নশিপে ৬০ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন তিনি। ২০১৩ সালে রাশিয়ার জাতীয় চ্যাম্পিয়নশিপে ৬৪ কেজি বিভাগে রুপো জেতেন ম্যাক্সিম।

তবে দাদাশেভের পেশাদার বক্সিংয়ে লড়াই শুরু হয় ২০১৬ সালে। অভিষেক থেকে দুরন্ত ছিলেন তিনি। পেশাদার সার্কিটে ১৪টি বাউটের মধ্যে ১৩টি জেতেন ম্যাক্সিম। এর মধ্যে ১১টিতে জয় পান টেকনিক্যাল নক-আউটে। গত বছর জুনে এনএবিএফ সুপার লাইটওয়েট খেতাব জেতেন। কিন্তু ২০১৯-এ মাত্র ২৮ বছর বয়সে থেমে গেল দাদাশেভের লড়াই।

Related Posts

Leave a Reply