May 26, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

বমি না করা পর্যন্ত লঙ্কা খাওয়াই এই বিশ্ববিদ্যালয়ে নিয়ম

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :

মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত একটি বিশ্ববিদ্যালয় হলো সাউদার্ন মেথোডিস্ট ইউনিভার্সিটি। এ বিশ্ববিদ্যালয়ে যে এমন নিয়ম থাকতে পারে, তা অনেকেরই বিশ্বাস হবে না।

সম্প্রতি তথ্যে প্রকাশ, মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসে এ বিশ্ববিদ্যালয়টির এক গ্রুপের নতুন সদস্যদের সহমর্মিতা প্রকাশের জন্য জেলাপিনো নামে ঝাল এক ধরনের লঙ্কা খেতে হয়। শুধু তাই নয়, যতক্ষণ ধরে কেউ বমি না করে ততক্ষণ এটি খেতে হয়। আর এ মরিচ খেতে হয় তাদের পেঁয়াজ ও দুধের সঙ্গে।

ডালাসের এ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সম্প্রতি এ বিষয়ে তদন্ত শুরু করেছে। তারা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রুপটির কার্যক্রম বন্ধ রেখেছে।

জানা গেছে, শুধু ঝাল খাওয়াই নয়, নতুন সদস্যদের দাসের মতো আচরণ করতে হয় সেখানে। আর তাদের দীর্ঘক্ষণ ঘুমাতে দেওয়া হয় না এবং তাদের ইচ্ছেমতো পানও করতে হয়।

শিক্ষার্থীদের এ গ্রুপটির সদস্যদের বসবাসের জন্য বাড়িও রয়েছে। আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্তকাজ চালানোর সময় সদস্যদের সে বাড়ি ত্যাগ করে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসস্থানে থাকতে বলেছে। এ ছাড়া নতুন সদস্য সংগ্রহ করতেও নিষেধ করা হয়েছে তাদের।

Related Posts

Leave a Reply