May 19, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular শারীরিক

যখন-তখন ডাক্তার পাল্টালেই ‘মৃত্যু’ অনেক কাছে 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

যেসব রোগী একই ডাক্তারের কাছে চিকিৎসা নেয়, অর্থাৎ যখন-তখন চিকিৎসক বদলায় না, তাদের মৃত্যুর হার কম। নতুন এক গবেষণায় এ দাবি করা হয়েছে।

ইউনিভার্সিটি অব এক্সেটারের গবেষকরা বলছেন, মানুষের চিকিৎসার যে ব্যবস্থা রয়েছে তাতে জীবন বাঁচানোর সম্ভাবনা রয়েছে। কিন্তু এই সম্ভাবনাকে অবহেলা করা হয়। চিকিৎসকরা বলছেন, তাঁরা চিহ্নিত করেছেন রোগীদের ‘নিজেদের ডাক্তার’ দেখানোর বিষয়টা। তারা সেসব ডাক্তারের কাছে দেখানোর জন্য লম্বা সময় ধরে অপেক্ষা করতেও অসুবিধা বোধ করে না।

গবেষণা প্রতিবেদনটি বিএমজে ওপেনে একাশ করা হয়েছে। সেখানে ৯টা দেশ, যেগুলোর মধ্যে রয়েছে ইংল্যান্ড, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, ক্যানাডা ও দক্ষিণ কোরিয়া।

২২টি গবেষণার ফলাফলের ভিত্তিতে এই ফল প্রকাশ করা হয়েছে। ১৮টি গবেষণা বলছে, দুই বছর ধরে একই ডাক্তারের কাছে চিকিৎসা নেওয়াটা অন্য রোগীদের তুলনায় মৃত্যুর হার কমিয়ে দিয়েছে।

গবেষকরা বলছেন, প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাওয়া খুব গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যসেবা পরিকল্পনায় এটাতেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত।

ইউনিভার্সিটি অব এক্সটার অধ্যাপক ফিলিপ ইভান্স বলেন, ‘যত্নের ব্যাপারটা তখনই ঘটে যখন রোগী ও চিকিৎসকের সাক্ষাত্টা নিয়মিত হয়। তারা একে অপরকে জানতে ও বুঝতে পারে। এটাই দুজনের মধ্যে ভালো যোগাযোগ স্থাপন করে, রোগীর মনেও সন্তুষ্টি তৈরি করে।’

Related Posts

Leave a Reply