May 8, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular শারীরিক

মোটা মানুষের মন বেশি সুন্দর, বলছে গবেষণা

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

ছিপছিপে শরীরের পেছনে ছুটতে গিয়ে খাওয়া দাওয়া বাদ দিয়ে দেন অনেকেই। কিন্তু গবেষকরা বলছেন, ছিপছিপে গড়নের মানুষের চাইতে স্থূলকায় মানুষের মনই বেশি সুন্দর।

কেউ কেউ অসুস্থও হয়ে পড়েন অপুষ্টিতে। কিন্তু তবুও সমাজের চোখে ‘সুন্দর’ হয়ে ওঠার প্রতিযোগিতা চলতে থাকে তাদের। অথচ গবেষণা মানবিক দিক বিবেচনা করছে অন্যদিক থেকে। ঠিক উল্টো।

সম্প্রতি জার্মান গবেষকরা জানিয়েছেন যে অন্যদের তুলনায় স্থূলকায়রা অনেক বেশি সৎ এবং নমনীয় স্বভাবের হয়।

২০ জন স্থূলকায় মানুষ এবং ২০ জন ছিপছিপে গড়নের মানুষের উপর গবেষণাটি চালানো হয়েছে। একটি খেলার আয়োজন করা হয়েছিলো তাদের জন্য যেখানে অর্থ প্রদানের প্রস্তাব দেওয়া হয়েছিল তাদেরকে। দেখা গেছে, অর্থের ব্যাপারে ছিপছিপে গড়নের মানুষরা সুষ্ঠু সিদ্ধান্ত নিতে পারেনি। স্থূলকায়রাই অর্থের ব্যাপারে বেশি সৎ ছিলেন।

এই গবেষণার ফলাফল মেট্রো ইউকেতে প্রকাশিত হয়। এতে জানা যায়, অর্থ সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণের এই খেলায় ওজন এবং শরীরের গ্লুকোজের পরিমাণ, দুটোই পরিমাপ করা হয়েছে।

Related Posts

Leave a Reply