May 14, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular শারীরিক

একঢাল কালো চুল চাইলে শ্যাম্পুর সময় কী এসব কখনোই নয় 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

ভ্যাপসা গরম । রাস্তায় বের হলে ঘেমে একসা। প্যাচপেচে ঘামে শ্যাম্পু করার একদিন পরই চুল আঠা। প্রায় রোজ শ্যাম্পু করলে ভালো হয়। কিন্তু, শ্যাম্পু করার সময় আমরা অনেকেই এই ভুলগুলো করে থাকি। ফলে একঢাল কালো চুলের স্বপ্ন অধরাই থেকে যায়।

শ্যাম্পুর সময় যে ভুলগুলো হয়-
১) অনেকেই চুলের কোয়ালিটি অনুয়ায়ী সঠিক শ্যাম্পু বেছে উঠতে পারেন না। এক্সপার্টের পরামর্শ নিয়ে সঠিক শ্যাম্পু বাছুন।

২) খুব ফেনা হওয়া মানেই ভালো শ্যাম্পু নয়। হার্বাল শ্যাম্পু ব্যবহার করুন।

৩) প্রতিদিন শ্যাম্পু নয়। চুল রুক্ষ হয়ে যাবে। শ্যাম্পু হোক ২-৩ দিন পর পর। মাঝের দিনগুলোতে কন্ডিশনার ব্যবহার করুন।

৪) শ্যাম্পু করার পর মাথার স্কাল্পের পাশাপাশি ভালো করে ধুয়ে ফেলুন চুল।

৫) শ্যাম্পুর পর কন্ডিশনার মাস্ট।

Related Posts

Leave a Reply