May 9, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

যীশুর ছবি সরিয়ে কমিউনিস্ট নেতাদের ছবি টাঙানোর নিদান চীন প্রশাসনের !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

খ্রিস্টান ধর্মের একমাত্র প্রতীক ‘ক্রুশ’ এবং পূজ্য দেবতা যিশুখ্রিস্টের মূর্তি ভেঙে সরিয়ে দেওয়া হচ্ছে চীনের বিভিন্ন গির্জায়! এমনকি বাড়ি থেকে অবিলম্বে যীশুর ছবি সরিয়ে দেশের কমিউনিস্ট নেতাদের ছবি টাঙানোর ফরমান জারি করেছে চীনের বিভিন্ন প্রদেশের স্থানীয় প্রশাসন। চীনের আনহুই, হেবেই ও ঝেজিয়াং প্রদেশের বিভিন্ন চার্চ থেকে জোর করে খুলে নেওয়া হচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় প্রতীক। প্রসঙ্গত, এর আগেও বিভিন্ন ধর্মাবলম্বী জনগণের ওপর নানান বিধিনিষেধ আরোপ করতে দেখা গিয়েছে চীন প্রশাসনকে।

মাত্র এক সপ্তাহের নোটিসে চীনের হুয়াইনান প্রদেশের শিওয়ান চার্চ থেকে জোর করে ‘ক্রুশ’ ভেঙে দেওয়া হয়েছে। একই ঘটনা ঘটেছে ঝেজিয়াং প্রদেশের ইয়োংজিয়াতেও।এমনকি এখানে বসবাসরত খ্রিস্টানদের শারিরীকভাবে নির্যাতন করারও অভিযোগ উঠেছে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরেই চিনে বসবাসরত উইঘুর মুসলিমদের ওপর অকথ্য নির্যাতন চালাচ্ছে লাল চীন।

 

Related Posts

Leave a Reply