July 5, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

বিলাসবহুল হোটেলের সুমিং পুলে মাছ চাষ করে পেশা বদল হোটেল মালিকের 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

রোনার আবহে বিশ্বজুড়ে ধুঁকছে পর্যটন ব্যবসা। দুর্বিসহ অবস্থায় দিন কাটাচ্ছেন পর্যটনের সঙ্গে যুক্ত লক্ষ লক্ষ মানুষ। চলছে পেশা বদলের মতন ঘটনাও। এই পেশা বদলের তারণাতেই এক বিলাসবহুল হোটেলের মালিক হয়ে উঠলেন মাছ চাষি! লকডাউনের কারণে হোটেল ব্যবসায়ীদের মাথায় হাত। অনেকেরই ব্যবসা বন্ধ হওয়ার মুখে।

কেরালার তিরুবনন্তপূরমের এক বিলাসবহুল হোটেলের সুইমিং পুলে এখন মাছ চাষ করে দিনগুজরান করছেন হোটেল মালিক সুরেন্দ্রন। হোটেলের ৫০০ ফুট লম্বা সুইমিং পুলে এখন মাছ চাষ করছেন তিনি।সুরেন্দ্রন জানান, পেশা বদল করা ছাড়া তার কাছে আর কোনও উপায় ছিল না। ওই পুলে ‘পার্ল স্পট ফিশ’ নামে একধরণের মাছ চাষ করছেন তিনি। যা দক্ষিণ ও মধ্য ভারতে অত্যন্ত জনপ্রিয়। আপাতত মাছ চাষ করেই রিসোর্টটি বাঁচিয়ে রাখতে চান তিনি।

Related Posts

Leave a Reply